Last Updated on June 2, 2023 7:58 PM by Khabar365Din
৩৬৫ দিন। নতুন সংসদ ভবন তৈরি ও উদ্বোধন ঘিরে দেশ জুড়ে সমস্ত বিরোধী রাজনৈতিক দলের বয়কটের পাশাপাশি তীব্র প্রতিবাদের মুখে পড়তে হয়েছে মোদিকে। তবে নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনে যেমন সাধু সন্ন্যাসী নিয়ে এসে উগ্র হিন্দুত্বের জয়গান গাওয়া হয়েছে ঠিক তেমনভাবেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ঘোষিত নীতি অনুযায়ী বেদ ও পুরাণে উল্লেখিত অখন্ড বৈদিক ভারতের মানচিত্রকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে নতুন সংসদ ভবনে যেভাবে প্রতিবেশী সার্বভৌম রাষ্ট্র গুলির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তা নিয়ে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটতে চলেছে। তীব্র প্রতিবাদ জানিয়েছে প্রতিবেশী নেপাল।
অখন্ড ভারত। স্বাধীনতা লাভের আগে ভারতবর্ষের যে চেহারা বা যে মানচিত্র রামায়ণ বা মহাভারতে পাওয়া যায় সেই অখন্ড ভারতবর্ষের মানচিত্র ম্যুরাল আকারে তুলে ধরা হয়েছে নতুন সংসদ ভবনে। এই মানচিত্রে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে নেপাল থেকে শুরু করে পাকিস্তান আফগানিস্তান সহ ভারতের অধিকাংশ প্রতিবেশী রাষ্ট্রকেই। রামায়ণ মহাভারতের মতো পৌরাণিক মহাকাব্যে অখন্ড ভারতের ধারণা তুলে ধরা হলেও ইতিহাসের প্রকৃত অর্থে কোনদিন এই অখন্ড ভারত বাস্তব রূপ পেয়েছিল কিনা তার কোন প্রামাণ্য তথ্য আজও নেই।
সেই মানচিত্রের ছবি পোস্ট করেছেন ভাজপা নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। টুইটে কন্নড় ভাষায় প্রহ্লাদ যোশী লেখেন, অখণ্ড ভারতের সংকল্প স্পষ্ট। এদিকে এই মানচিত্রের ছবি পোস্ট করা হয়েছে কর্ণাটক ভাজপার তরফেও। সেখানে ক্যাপশনে লেখা, এটি আমাদের গর্বিত মহান সভ্যতার প্রাণশক্তির প্রতীক। দিনকয়েক আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ টুইট করে দাবি করেছিলেন, ভারত হিন্দু রাষ্ট্র ছিল, আছে এবং থাকবেও। একদিন না একদিন অখণ্ড ভারত তৈরি হবেই এবং পাকিস্তানও ভারতের সঙ্গেই মিলে যাবে। এরই মধ্যে দেখা যাচ্ছে নতুন সংসদ ভবনে আঁকা রয়েছে বৈদিক ভারতের মানচিত্র।
তীব্র প্রতিবাদ নেপালের
লুম্বিনি ও কপিলাবস্তু নেপালের দুটো অঞ্চল। একজায়গায় গৌতম বুদ্ধের জন্ম, অন্যস্থান শাক্য রাজত্বের রাজধানী ছিল। যেখানে বুদ্ধের ছোটবেলা কেটেছে। মানচিত্রে দেখানো হয়েছে এটাও ভারতের অংশ। নেপাল মারাত্মক ক্ষুব্ধ ঠিক সেখানেই। নেপালের দুই প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি ও বাবুরাম ভট্টরাই রীতিমত হুঁশিয়ারি দিয়েছেন ভারতকে। দীর্ঘকাল ধরে ভারত এবং নেপালের মধ্যে সুসম্পর্ক বজায় থাকলেও মোদি সরকারের এমন পদক্ষেপে এবার নেপালের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা চরমে। নেপালের প্রধানমন্ত্রী পুস্পকমল দহল প্রচন্ড এখন ভারত সফরে তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বিষয়টি নিয়ে নেপালের বাসিন্দা এবং রাজনৈতিক দলগুলির প্রতিবাদের কথা তুলে ধরার দাবি জানিয়েছে নেপালের দুই প্রাক্তন প্রধানমন্ত্রী।
কোন কোন দেশ নিয়ে ছিল বৈদিক ভারত?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বহুল প্রচারিত বা বহু বিজ্ঞাপিত নয়া সংসদ ভবনের দেয়ালে ম্যুরাল আকারে যে অখন্ড ভারতের মানচিত্র তুলে ধরা হয়েছে সেই মানচিত্রে ভারতের বর্তমান রাজনৈতিক মানচিত্রের পাশাপাশি অন্তর্ভুক্ত করা হয়েছে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃত নেপাল, ভুটান, আফগানিস্তান, মায়ানমার, বাংলাদেশ, শ্রীলংকা এবং পাকিস্তানকে। রাখা হয়েছে তিব্বতকেও। শুধু তাই নয়, পৌরাণিক বিভিন্ন গল্প এবং কাহিনী অনুযায়ী পরবর্তীকালে ভারতের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল আজকের মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, দক্ষিণ ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়াও। যেগুলির প্রাচীন নামই রাখা হয়েছে মানচিত্রে। বিগত ৩ হাজার বছরের ইতিহাসেও যে মানচিত্র কখনো বাস্তবায়িত হয়েছিল বলে, প্রামাণ্য তথ্য খুঁজে পাওয়া যায় না ইতিহাসে।
আরএসএসের ঘোষিত অখণ্ড ভারতের পথে মোদি
রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএস প্রধান মোহন ভাগবত নাকি ভাজপাশাসিত মোদি সরকারের সামনে অখণ্ড ভারত গঠনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে নাগপুরে এক অনুষ্ঠানে মোহন ভাগবত দাবি করেছিলেন, অখণ্ড ভারত গঠনের স্বপ্নপূরণের পথে ভয়ই একমাত্র বাধা। যেদিন এই ভয় কাটানো যাবে, সেদিনই অখণ্ড ভারত গড়া সম্ভব হবে।