Last Updated on June 28, 2022 7:07 AM by Khabar365Din
৩৬৫ দিন। মাঝেমধ্যেই বিক্ষিপ্তভাবে বাড়ছে করোনা গ্রাফ। আর, সেই সূত্র ধরেই বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালকে করোনা প্রটোকল সঠিকভাবে মানার জন্যে আরও একবার সতর্ক করল রাজ্যের স্বাস্থ্য দফতর। এই নিয়ম ইনডোর এবং আউটডোর দুই ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সম্প্রতি, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে বেশ কয়েক জন করোনা আক্রান্ত হয়েছেন। নতুন করে প্রতিদিনই খবর আসছে এবং সংখ্যা বাড়ছে ক্রমাগত। সেখান থেকেই এই নির্দেশিকা দিয়েছে স্বাস্থ্য দফতর। আক্রান্তরা বেলেঘাটা আই ডি হাসপাতালে ভর্তি রয়েছেন। মেডিক্যাল কলেজ হোস্টেলে আরও কিছুজনের উপসর্গ দেখা গিয়েছে, তাদের গৃহবন্দী রাখা হয়েছে। এর আগে প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা অনেকে আক্রান্ত হন। সেই সময় কার্যত ভেঙে পড়ে স্বাস্থ্য ব্যবস্থা। এমত অবস্থায় হাসপাতাল এবং হাসপাতালের কর্মীরা যাতে কোন ভাবে সংক্রমিত না হন সেই কারণেই আগে থেকেই সতর্ক ভূমিকা নিচ্ছে স্বাস্থ্য দফতর। অন্যদিকে, ঊর্ধ্বমুখী গ্রাফের পরিবর্তন দেখে ফের একবার প্রস্তুত হচ্ছে করোনা ওয়ার্ড। বেসরকারি হাসপাতালের একাংশ শুরু করে দিয়েছে প্রাথমিক কাজ। যদিও, ইতিমধ্যেই বেশ কিছু হাসপাতাল বাড়িয়েছে করোনা বেড। আরও কিছু হাসপাতাল রয়েছে তালিকায়। জানুয়ারির পর আবার বাড়ল সংক্রমণ। সেই সময় চারশোর ঘরে ছিল আক্রান্তের সংখ্যা। কিন্তু, সেই থেকেই হঠাৎ করে সংক্রমণ বেড়ে পেরিয়েছে সাতশো। সেখান থেকেই নন কভিড ওয়ার্ড হিসেবে ব্যবহৃত বেডগুলিকে পুনরায় করোনা ওয়ার্ড এ পরিণত করা হচ্ছে।