Last Updated on February 4, 2021 12:29 AM by Khabar365Din
৩৬৫ দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হলদিয়ার অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হলেও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূল সাংসদ দেব। প্রসঙ্গত, ৭ ফেব্রুয়ারি দুটি প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারি এবং কাঁথির সাংসদ শিশির অধিকারীর। তাঁদের পাশাপাশি ঘাটালের তৃণমূল সাংসদ অভিনেতা দেবও থাকবেন বলে ভাজপা রাজ্য নেতারা রীতিমতো প্রচার শুরু করেছিলেন। যদিও আজ টুইট করে দেব নিজেই জানিয়ে দেন তিনি সেখানে যাচ্ছেন না। আজ সকালেই ভাজপা সাংসদ সৌমিত্র খাঁ টুইট করে দাবি করেন, হলদিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে থাকবেন দেব এবং শিশির অধিকারী। সৌমিত্র খাঁর টুইটের জবাবে দেব লেখেন, আপনার যাত্রা এবং সাফল্য দেখে আমার গর্ব হয়। আমন্ত্রণ পেয়েও আমি ওই অনুষ্ঠানে থাকতে যোগ দিতে পারছি না, তার জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়া সত্ত্বেও আপনার প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে। আমাদের রাজনৈতিক মতাদর্শ আলাদা, তবে আমরা আগে একই দলে থাকার সময় যে সুন্দর সময় কাটিয়েছি, তা আমি এখনও লালন করি। আপনার এবং আপনার দলের প্রতি আমার শুভকামনা রইল। স্বাভাবিকভাবেই দেব-এর এই সোজাসাপ্টা জবাবের পরে নরেন্দ্র মোদির মঞ্চে তার উপস্থিতি নিয়ে ভাজপার তরফে যে সমস্ত প্রচার চালানো হচ্ছিল তা ভিত্তিহীন হয়ে পড়ে এবং রীতিমতো মুখ হতে শুরু করেছেন বেশ কয়েকজন রাজ্য স্তরের নেতা।