Last Updated on November 19, 2023 7:52 PM by Khabar365Din
৩৬৫ দিন। বিশ্ব বঙ্গ বাণিজ্যের সম্মেলনে এ যাবতকালের সর্ববৃহৎ ৫৫ জনের প্রতিনিধিদল আসছে ইউকে থেকে। আগামী ২১-২২ নভেম্বর বাংলায় শুরু হতে চলেছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। বিগত ১২ বছরের মা মাটি মানুষের সরকারের বাংলায় যে একের পর এক প্রকল্প রূপায়ণের মধ্যে দিয়ে বিপুল উন্নয়ন এবং বিনিয়োগ এসেছে বাংলায়, তাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে এইবার বিশেষ আয়োজন করেছে বাংলার সরকার। বাংলার মুখ্যমন্ত্রী মমতার নির্দেশে এবার এমএসএমই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হওয়ার প্রাক মুহূর্তে ব্রিটেন জানিয়ে দিল এবারেই তারা সব থেকে বড় প্রতিনিধি দল ( 55 জনের) নিয়ে হাজির থাকবেন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে। সংস্কৃতির আদান-প্রদানের বিনিয়োগ তার মধ্য দিয়ে শিল্পায়ন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া অন্যদিকে নির্মাণ শিল্পে বিশেষ উৎসাহ প্রকাশ করেছে, ইউকে সরকার।এলেএক্স এলিজ, ভারতে অবস্থিত ব্রিটিশ হাই কমিশনার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন উপলক্ষে ইউকে টিমের নেতৃত্ব দেবেন। তবে প্রতিনিধি দলের অন্যতম প্রধান ভূমিকা গ্রহণ করছেন দক্ষিণ এশিয়ার ইউকের ডেপুটি ট্রেড কমিশনার অ্যানা শর্ট বল্ট। ৫৫ জনের এই প্রতিনিধি দলে ইউকে প্রশাসনের শীর্ষ আধিকারিক ছাড়াও বণিক সভা এবং বিশিষ্ট শিল্পপতিরা এই প্রতিনিধি দলের প্রধান ভূমিকা গ্রহণ করছেন। ব্রিটিশ ডেপুটি হাইকমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য তুলে ধরা হয়েছে। বাংলায় বিনিয়োগ প্রসঙ্গে অ্যালেক্সএলি বললেন, ‘আমরা বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি। ইউকের এখনো পর্যন্ত এটি সব থেকে বড় প্রতিনিধি দল যা বাংলার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দেবে। পরিবহণ ব্যবস্থায় বিশেষ বিনিয়োগের ব্যাপারে আমরা উদ্যোগী। বাংলার সঙ্গে ইউকে এর বাণিজ্যের আদান-প্রদানের ক্ষেত্রে এই বছরই বিশেষ গুরুত্বপূর্ণ বছর।’ ভারতে অবস্থিত ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ডঃ অ্যান্ডু ফ্লেমিং বললেন, ‘বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত করার জন্য। ইউকে ইন্ডিয়া ২০৩০ এর রোডম্যাপ তৈরির ক্ষেত্রে যা ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে এবারের বাংলার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন।’ প্রসঙ্গত, ইউকে এবং বাংলার বেঙ্গল চেম্বার অব কমার্স এর মধ্যে বিটুবি হবে আগামী ২১ নভেম্বর আইটিসি সোনার বাংলায়।’ একইসঙ্গে ইউকে ‘গ্রীন আড্ডা অন আ ট্রাম’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করছে আগামী ২০ নভেম্বর। কীভাবে ঐতিহ্য এবং সংস্কৃতিকে ধরে রেখে নতুনত্বের ছোঁয়ায় বিপুল অর্থনৈতিক জোয়ার আনা সম্ভব সে বিষয় নিয়ে আলোচনা হবে এই গ্রীন আড্ডা অন আ ট্রাম সেশনে। এরফলে কর্মসংস্থানের সৃষ্টি হবে বিপুল পরিমাণে। আরো বেশি পরিমাণে কর্মসংস্থান যেন সৃষ্টি হয় তার জন্য ইউকে ইন্ডিয়া পার্টনারশিপে এল আই উইথ অপরচুনিটি শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ব্রিটেন এবং ভারতের মধ্যে এক দিকে যেরকম সাংস্কৃতিক আদান-প্রদানের মাধ্যমে শিল্পায়নের প্রসার অন্যদিকে নির্মাণ শিল্পেও বিপুল বিনিয়োগের কথা চিন্তাভাবনা করা হচ্ছে। এর ফলেও কর্মসংস্থান বৃদ্ধি পাবে ভারতে এবং ব্রিটেনেও।