Amitabh bachchan: মুম্বই সফরের প্রথম দিনে অমিতাভের বাংলো জলসায় গিয়ে তাঁকে রাখি বাঁধবেন মমতা

0

Last Updated on August 29, 2023 5:58 PM by Khabar365Din

৩৬৫ দিন। এবার বিরোধী ঐক্য ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে যোগ দিতে গিয়ে মুম্বাইয়ে পৌঁছে অমিতাভ -জয়া বচ্চনের বাড়িতে যাবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা। সোমবার বিধানসভায়ে এ কথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। আগামী ৩১ অগাস্ট এবং ১ সেপ্টেম্বর মুম্বাইয়ে বিরোধী ইন্ডিয়া জোটের মহা বৈঠক হতে চলেছে। সেই উপলক্ষে আগামী ৩০ অগাস্ট মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। সেদিনই বিকেলে মুম্বাইয়ে পৌঁছে অমিতাভ বচ্চনের বাংলো জলসায় যাবেন মমতা।

সেখানেই মেগাস্টারের হাতে রাখি বাঁধবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা। প্রসঙ্গত, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বরাবর মমতার আমন্ত্রণে সাড়া দিয়ে কলকাতায় এসেছেন সুপারস্টার অমিতাভ বচ্চন ও তাঁর স্ত্রী জয়া বচ্চন। যতবার তারা কলকাতায় এসেছেন, ততবার অমিতাভ এবং জয়া বচ্চন দুজনেই মুম্বাইয়ে তাদের বাংলো জলসায় আসার আমন্ত্রণ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতাকে। এবার বিরোধী ঐক্যের বৈঠকে মুম্বাইয়ে মমতা আসছেন জেনে ফের একবার তাঁকে জলসায় আসার আমন্ত্রণ জানিয়েছেন জয়া বচ্চন বলে তৃণমূল সূত্রের খবর।