Mamata Banerjee: মমতার ধর্নার দ্বিতীয় দিন, রাতভর ছাত্র যুবদের ভিড় ধর্না মঞ্চে

0

Last Updated on March 30, 2023 6:27 PM by Khabar365Din

৩৬৫ দিন। বাংলার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পাশাপাশি ৯ দফা দাবিতে রেড রোডে বি আর আম্বেদকর এর মূর্তির পাদদেশে মমতার অবস্থান করলেও দ্বিতীয় দিনে। আর তার মধ্যেই ভোরবেলা থেকে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ ছুটে আসছেন মমতার এই প্রতিবাদ ধরনায় নিজেদের সমর্থন জানানোর জন্য। যাদের মধ্যে অধিকাংশই মহিলা।
এর আগে গতকাল প্রায় সারা রাত ধরেই ধর্না মঞ্চে এবং মঞ্চের পাশে অবস্থানরত মমতা সহ তৃণমূলের নেতা কর্মীদের পাশে দাঁড়াতে ছুটে এসেছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় বেশ কিছু ছাত্র-ছাত্রী। ভোরে মঞ্চের পাশে উপস্থিত ছাত্র-যুবকরা গিটার বাজিয়ে গান গাইতে থাকে। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী। তিনি মাইক হাতে নিয়ে এ বার তোর মরা গাঙে থেকে বাংলার মাটি, ধনধান্য পুষ্পে ভরা পর্যন্ত গান গেয়েছেন। মমতার সঙ্গে গান গেয়েছেন মন্ত্রী ও বিধায়করাও। গানের মাঝখানে মমতা তাদের থামিয়ে প্রাতঃরাশ করতে পাঠান।
গান গাওয়ার পাশাপাশি ছাত্র-যুবদের ছাত্রজীবনের রাজনীতির অভিজ্ঞতার কথাও শোনান মুখ্যমন্ত্রী। আজ সকালে তিনি মঞ্চ থেকে পুলিশ কর্মীদের রেড রোডে জ্যাম এড়ানোর পরামর্শ দেন। আজ সন্ধ্যা ৬ পর্যন্ত চলবে মুখ্যমন্ত্রীর ধরনা।