Last Updated on December 8, 2021 1:30 PM by Khabar365Din
৩৬৫ দিন। পূর্ব মেদিনীপুরের পটাসপুর থানার এক নম্বর ব্লকের বিশ্বনাথপুর গার্লস স্কুলের সামনে বুধবার সকালে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
গ্রামবাসীরা ওই মৃতদেহ প্রথমেই দেখতে পায়।তারাই পটাসপুর থানায় খবর দেয়।তবে ওই মৃত ব্যক্তির নাম বাপী নায়ক।বয়স 30।ঘটনাস্থলে পটাসপুর থানার বিশাল পুলিশ বাহিনী।তবে স্থানীয় গ্রামবাসী থেকে জানা যায় মৃত বাপী এলাকার ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল।ইঞ্জিন রিক্সা চালাতো।তবে পাশেই পশ্চিম মেদিনীপুরের বর্ডার।বাইরের কিছু লোকের সাথে মেলামেশা করতো।ভাগ বাটোয়ারা নিয়েই ঝামেলার কারণে গুলি করে খুন করা হয় ওই ব্যক্তিকে।
রাতেই গুলির আওয়াজ হয়।তবে গ্রামবাসীরা রাতে বের হননি।গ্রামবাসীদের বক্তব্য খুব ভালো ছেলে ছিল বাপী নায়ক।তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।