Tankers Strike: ট্যাংকার ধর্মঘট মঙ্গলবার পেট্রল পাম্প বন্ধ

0

Last Updated on August 30, 2021 11:28 PM by Khabar365Din

৩৬৫ দিন। মঙ্গলবার রাজ্য জুড়ে বন্ধ পেট্রোল পাম্প। নো পারজেস নো সেল,এমনটাই জানিয়ে দিয়েছে পেট্রোলিয়াম ডিলারস সংগঠন। এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে বলেই জানিয়েছে ওই সংগঠন। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত এই বনধ চলবে। তাদের দাবি, পরিমাণে কম দেওয়া হচ্ছে তেল। ইথানল মিশ্রিত তেল দেওয়া হচ্ছে। যথাযথ ভাবে জ্বালানির সরবরাহ নেই। এই সব দাবিকে সামনে রেখেই তারা ধর্মঘটে যাচ্ছে। তবে করোনা পরিস্থিতি মাথায় রেখে জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এর আওতায় প্রায় ৩০০০ পেট্রোল পাম্প এর আওতায় আসছে। উত্তরবঙ্গের একাধিক পেট্রোল পাম্প  এর আওতায় আসবে বলে জানিয়েছেন। এই সংগঠনের আরও দাবি, পেট্রল-ডিজেলের দাম বাড়লেও মালিকদের কমিশন বাড়েনি। পাশাপাশি বেশ কিছু দাবি নিয়েই সবমিলিয়ে মঙ্গলবার  থেকে নো পারচেজ, নো সেলের সিদ্ধান্ত নিল সংগঠন। ওই সংগঠনের তরফে আরও জানিয়েছে,পেট্রোলের সঙ্গে ক্রমেই ইথানল ব্যবহারের পরিমাণ বাড়ছে।

একটি তেলের ট্যাঙ্কারে চার হাজার লিটার পেট্রোলের সঙ্গে তেল কোম্পানি গুলি বর্তমানে প্রায় ১০ শতাংশ ইথানল মেশাচ্ছে। অর্থাৎ ৪ হাজার লিটার পেট্রোলের সঙ্গে মিশ্রিত হচ্ছে ৪০০ লিটার ইথানল। আগামী দিনে কেন্দ্রের নির্দেশ মোতাবেক আরও বেশি পরিমাণে পেট্রোলের সঙ্গে ইথানল মেশানোর পরিকল্পনা রয়েছে। কিন্তু বর্তমানে এতেই হিতে বিপরীত হয়েছে বলে দাবি পেট্রোল পাম্প মালিকদের। এই মরশুমে কলকাতায় বৃষ্টি হয়েছে প্রচুর। এখনও হচ্ছে। অধিক পরিমাণে বৃষ্টির জেরে শহর ও শহরতলির পাম্পগুলিতে তেলের যে সমস্ত ফুয়েল রিজার্ভার রয়েছে সেখানেও জল ঢুকে বিপত্তি দেখা দিয়েছে। তবে শহর কলকাতা বা শহরতলিই শুধু নয়। সূত্রের খবর, রাজ্য জুড়ে ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়ামের নিজস্ব পেট্রোল পাম্পগুলির রিজার্ভারে জল ঢুকে বিপত্তি দেখা দিয়েছে অজস্র পেট্রোল পাম্পে। রিজার্ভারে জল ঢুকে পড়ায় সেই পেট্রোল রিজার্ভার থেকে জল মুক্ত করার কারণে মাঝেমধ্যেই গ্রাহকরা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়াও সঙ্গে রয়েছে পেট্রোল ডিজেলের বিপুল মূল্যবৃদ্ধি।একাধিক দাবি এবং অভিযোগেই এই ধর্মঘটের ডাক সংগঠনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here