Last Updated on August 11, 2021 12:18 AM by Khabar365Din
৩৬৫ দিন। অসাধারণ কাজের জন্য কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্রকে পুরস্কার দিচ্ছেন মুখ্যমন্ত্রী। সিপির সঙ্গে আরও তিনজন আইপিএসকে চিফ মিনিস্টার’স পুলিস মেডেল ফর আউটস্ট্যান্ডিং পুরস্কার দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছেন,এডিজি (কারেকশানাল সার্ভিস)পীযূষ পাণ্ডে ও উত্তরবঙ্গের আইজিপি ডিপি সিং-কে। মঙ্গলবার নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে জানানো হয়, ১০ জন পুলিশকে তাঁদের অসামান্য কাজের জন্য পুরস্কৃত করা হবে।জানা গিয়েছে,১৫ অগাস্ট রেড রোডে রাজ্য সরকার আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপরোক্ত পুলিস আধিকারিকদের এই মেডেল তুলে দেবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও চিফ মিনিস্টারস মেডেল ফর কমেন্ডেবল সার্ভিস পদক পাচ্ছেন ৭ জন। তাঁরা হলেন- কোচবিহারের পুলিস সুপার সুমিত কুমার, সুন্দরবনের সুপার ভাস্কর মুখোপাধ্যায়, পূর্ব মেদিনীপুরের সুপার কে অমরনাথ, পশ্চিম মেদিনীপুরের সুপার দীনেশ কুমার। এর পাশাপাশি পদক পাবেন সিআইডি আইজি আনন্দ কুমার, কলকাতার যুগ্ম কমিশনার সৈয়দ ওয়াকার রাজা ও কলকাতা পুলিসের এসটিএফের ডিসি অপরাজিতা রাই।