Aryan Khan :
রাজনৈতিক প্রতিহিংসার শিকার শাহরুখপুত্রকে অহেতুক হেনস্থা
আরিয়ানের এনসিবি হেফাজতের দরকার নেই

0

Last Updated on October 7, 2021 11:29 PM by Khabar365Din

৩৬৫ দিন। সদাশিব রানা । মুম্বই। জামিন পেলেন না শাহরুখপুত্র আরিয়ান খান। তবে এনসিবি-র হেফাজতে নয়। এনসিবি-র তরফে আজ মুম্বাইয়ের এসপ্ল্যানেড কোটে আরিয়ান খান সহ গ্রেপ্তার হওয়া বাকি অভিযুক্তদের আবার নিজেদের হেফাজতে রাখার আবেদন জানানো হলেও, আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় আরিয়ানকে যেহেতু গ্রেফতারের পর থেকে একবারের বেশি আর কোন জিজ্ঞাসাবাদ করা হয়নি এবং এখনো পর্যন্ত মূল অভিযুক্তের কোনো সন্ধান তদন্তকারী সংস্থা পায়নি, তাই তাকে আর হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের কোন প্রয়োজন নেই। এর পাশাপাশি আদালতে দীর্ঘ শুনানির পরে বিচারপতি জানান মূল অভিযুক্ত কে কবে তদন্তকারী সংস্থা গ্রেফতার করবে তার যেহেতু কোনো নিশ্চয়তা এখনো পর্যন্ত নেই, তাই অনির্দিষ্টকাল পর্যন্ত অভিযুক্তদের আটকে রাখা অযৌক্তিক এবং তাদের ব্যক্তিস্বার্থের বিরোধী বলে গণ্য হবে। শাহরুখ খানের ছেলে আরিয়ান এর পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবীর সতীশ মানশিন্দে বলেন, আরিয়ানের কাছে কোন রকম মাদক ছিল না তা মেনে নিয়েছে তদন্তকারী সংস্থা। তাই আরিয়ানকে জামিন দিলে তদন্ত কোন ভাবে ক্ষতিগ্রস্ত হবে না। এর পরেই মুম্বাইয়ের আদালত আরিয়ানের জামিনের শুনানি শুরু করে।

আগামীকাল অর্থাৎ শুক্রবার আরিয়ানের অন্তর্বর্তী জামিনের শুনানি হবে দুপুর সাড়ে বারোটায়। আজ অর্থাৎ ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি-র হেফাজতে থাকার নির্দেশ ছিল। আরিয়ান তদন্তে সহযোগিতাও করেছেন বলে আদালতে জানিয়েছে তদন্তকারী সংস্থা। যদিও ক্রুজে মাদক কাণ্ডে অভিযুক্তদের সঙ্গেই শাহরুখপুত্র আরিয়ানকে জামিন মঞ্জুর না হলে ১৪ দিন অন্যান্য অভিযুক্তদের সঙ্গেই বিচারবিভাগীয় হেফাজতে থাকতে হবে বলে জানিয়ে দিয়েছে আদালত। কিন্তু আর্থার রোড জেলের নিয়ম অনুযায়ী সন্ধ্যের পরে কাউকে রাখতে গেলে তার সাম্প্রতিকতম করোনার নেগেটিভ রিপোর্ট আবশ্যক। তাই আগামীকাল সকালে জামিনের শুনানি কথা মাথায় রেখে উভয় পক্ষের আইনজীবীদের আলোচনা সাপেক্ষে আজ রাতের জন্য শুধুমাত্র শাহরুখপুত্র আরিয়ানকে এনসিবি হেফাজতে রাখার নির্দেশ দেয় মুম্বইয়ের এসপ্ল্যানেড আদালত। প্রসঙ্গত, আরব সাগরে মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরী থেকে শনিবার আটক করা হয় শাহরুখ পুত্রকে। এর পরে ১৬ ঘণ্টা জেরার পরে গ্রেফতার করা হয় তাঁকে ও তাঁর ৮ জন সঙ্গীকে। ১৩ গ্রাম কোকেন, ৫ গ্রাম এমডি, ২১ গ্রাম চরস ও এমডিএমএ এবং ১ লক্ষ ৩৩ হাজার টাকা ক্যাশ হিসেবে উদ্ধার হয় জাহাজ থেকে। যদিও এনসিবি ইতিমধ্যেই আদালতে লিখিতভাবে জানিয়েছে আরিয়ানের কাছ থেকে কোন মাদক বাজেয়াপ্ত হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here