Calcutta High Court:
কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি
প্রকাশ শ্রীবাস্তব

0

Last Updated on October 10, 2021 12:20 AM by Khabar365Din

৩৬৫ দিন। দীর্ঘদিন পরে স্থায়ী প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক আজ সরকারি গেজেট প্রকাশ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করল। মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি হিসাবে কর্মরত ছিলেন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। ২০২৩ সালের ৩০ মার্চ অবসর নেবেন কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি শ্রীবাস্তব। অন্যদিকে কলকাতা হাইকোর্টের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালকে সরিয়ে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পত্র দিয়েছে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক।

সম্প্রতি একাধিক মামলায় বাংলার সরকারের বিরুদ্ধে গিয়ে কেন্দ্রে ক্ষমতাসীন ভাজপার প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব বিচারপতি বিন্দালের অপসারণ ও বদলি চেয়ে চিঠি লিখেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। পাশাপাশি কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম সিংহ হাইকোর্টের অন্যান্য বিচারপতিদের কাছে চিঠি লিখে আদালতের কর্মপদ্ধতি ও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here