Last Updated on November 15, 2023 8:23 PM by Khabar365Din
৩৬৫ দিন। রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় সহ দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হওয়ার পর থেকে গত এক মাসের মধ্যে দুবার শোকজ করা হয়েছে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে। গতকাল জাতীয় নির্বাচন কমিশনের শোকজ নোটিশ পেয়েছেন আম আদমি পার্টি সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এছাড়া ইন্ডিয়া জোটের শরিক দলের প্রায় সমস্ত দলের নেতারাই শোকজ নোটিশ পেয়েছেন নির্বাচন কমিশনের কাছ থেকে। তাও আবার শাসক দল ভাজপার অভিযোগ জানানোর কয়েক ঘন্টার মধ্যেই। অথচ কংগ্রেস এবং তৃণমূলের সহ দেশের প্রায় সমস্ত ভাজপা বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে বারে বারে লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বিরুদ্ধে কোন শোকজ নোটিশ ইস্যু করার দুঃসাহস দেখায়নি জাতীয় নির্বাচন কমিশন।
এবারে এই বিষয়টি নিয়েই জাতীয় নির্বাচন কমিশনকে ভাজপা তথা নরেন্দ্র মোদির হাতের মুঠোয় থাকার রিমোট কন্ট্রোলের সাহায্যে চলা কলের পুতুল বলে তীব্র আক্রমণ করল তৃণমূল। তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে একের পর এক উদাহরণ তুলে ধরে বিস্ফোরক অভিযোগ করেছেন, নরেন্দ্র মোদির বিরুদ্ধে যত অভিযোগী জমা পড়ুক না কেন নির্বাচন কমিশন চোখ বন্ধ করে অন্ধ ধৃতরাষ্ট্র সেজে থাকবে সেখানে।
কি অভিযোগে শোকজ বিরোধী নেতাদের
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জাতীয় নির্বাচন কমিশন শোকজ করার কারণ হিসেবে জানিয়েছে বাজপা যে অভিযোগ জানিয়েছে সেখানে বলা হয়েছে আম আদমি পার্টি কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ব্যবসায়ী গৌতম আদানির ছবি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডে পোস্ট করেছে এবং সেখানে লিখেছে যে মোদি শিল্পপতিদের বন্ধু? এই পোস্ট করার অপরাধে অরবিন্দ কেজরিওয়ালকে শোকজ করা হয়েছে।
অন্যদিকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে শোকজ করার যে কারণগুলি উঠে এসেছে তাও অত্যন্ত অদ্ভুত। মধ্যপ্রদেশের একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেছিলেন মজার ছলেই বলেছিলেন নরেন্দ্র মোদী একটি মন্দিরে পূজো দিয়ে মাত্র 21 টাকা প্রণামী দিয়েছিলেন। এই বক্তব্য রাখার অভিযোগেও প্রিয়াঙ্কা গান্ধীকে শোকজ করেছে জাতীয় নির্বাচন কমিশন। অন্য এক জায়গায় বক্তব্য রাখতে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেন প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে নরেন্দ্র মোদি সরকার দেশের অধিকাংশ রাষ্ট্র সংস্থাগুলিকে বেসরকারি সংস্থার হাতে বিক্রি করে দিয়েছে। উদাহরণ হিসাবে এয়ার ইন্ডিয়া এবং দেশের বেশ কয়েকটি সমুদ্র বন্দর এবং এয়ারপোর্ট আদানি গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার প্রসঙ্গ টেনে এনেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। এমন অভিযোগ প্রিয়াঙ্কা কেন নির্বাচনী জনসভায় করেছেন সেই অভিযোগেও শোকজ নোটিশ পেয়েছেন কংগ্রেস নেত্রী।
মোদির বিরুদ্ধে অভিযোগে নিরব কমিশন
পাঁচ রাজ্যের নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরেও যাবতীয় নির্বাচনে বিধি ভঙ্গ করে এবং নির্বাচনী আদর্শ আচরনবিধির তোয়াক্কা না করেই প্রথমে মধ্যপ্রদেশে এবং পরে ছত্তিশগড়ের নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদি ঘোষণা করেন এবারে ভোটে জিতলে অর্থাৎ সরকার গঠন করতে পারলে দেশের একশ্রেণীর মানুষকে বিনামূল্যে রেশন দেবে কেন্দ্রীয় সরকার। এমন জাতীয় স্তরের পলিসি ডিসিশন কোন রাজ্যের নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে করা যায় না বলেই এবং ভোট ঘোষণা হওয়ার পরে এমন ধরনের সরকারি প্রতিশ্রুতি দেওয়া যায় না বলে লিখিত অভিযোগ জানিয়েছিল কংগ্রেস এবং তৃণমূল। কিন্তু তার প্রেক্ষিতে শোকজ নোটিশ দেওয়া তো দূরের কথা বিষয়টি নিয়ে খোঁজ খবর নেওয়ার পর্যন্ত দুঃসাহস দেখাননি জাতীয় নির্বাচন কমিশনাররা। এমনটাই অভিযোগ তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলের।
শুধু তাই নয় বিনামূল্যে রেশন ঘোষণার পরে গতকালও মধ্য প্রদেশের নির্বাচনী প্রচারে ২৪ হাজার কোটি টাকার কেন্দ্রীয় প্রকল্পের ঘোষণা করে বেতুলে মোদি বলেন, আদিবাসী কল্যাণে ভগবান বীরসা মুণ্ডার জন্মবার্ষিকী পালন করবে দেশ। ঝাড়খণ্ডে গিয়ে বীরসা মুণ্ডাকে শ্রদ্ধা জানাবো। আদিবাসী কল্যাণে ২৪ হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করা হবে।
মোদির ঢাক পেটানোই কি কাজ কমিশনের?
এর আগে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে বিরোধীদের অভিযোগ পাওয়ার পরে তৎকালীন নির্বাচন কমিশনার অশোক লাভাসা একবার মাত্র নরেন্দ্র মোদিকে শোকজ নোটিশ পাঠিয়েছিলেন। কিন্তু তারপরেই অভূতপূর্ব কায়দায় অশোক লাভাসাকে রাতারাতি কার্যত নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয় দেশের বাইরে। এরপর থেকে আর কোন নির্বাচন কমিশনার মোদির বিরুদ্ধে শোকজ নোটিশ ইস্যু করার দুঃসাহস দেখাননি। সেই প্রসঙ্গ তুলে ধরে সাকিব গোখলে প্রশ্ন তুলেছেন যদি নির্বাচন কমিশনের কাজ হয় এমন নির্লজ্জ ভাবে নরেন্দ্র মোদির চাটুকারিতা করা এবং তাঁবেদারি করে মোদিকে ভোটে জেতানোর দায়িত্ব কাঁধে তুলে নেওয়া – তাহলে ভারতে এমন নির্বাচনের প্রহসন করার কি প্রয়োজন?