Rahul Gandhi: এবার খারিজি করা হল রাহুলের সংসদ পদ

0

Last Updated on March 24, 2023 6:24 PM by Khabar365Din

৩৬৫ দিন। সাংসদ নন রাহুল গান্ধি ! ‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব‍্যের দায়ে দু’বছর কারাদণ্ডের সাজাপ্রাপ্ত হবার পরের দিন-ই লোকসভার সদস‍্য পদ খারিজ হল রাহুল গান্ধির। শুক্রবার লোকসভা সচিবালয় সূত্রে খবর, জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী, কোনও অপরাধে দোষী সাব্যস্ত হয়ে সাংসদ-বিধায়কের দু’বছর বা তার বেশি কারাদণ্ড হলে তৎক্ষণাৎ সাংসদ বা বিধায়ক পদ চলে যাবে। তাই আইন মোতাবেক রাহুল যেহেতু দু’বছরের কারাদণ্ডের সাজাপ্রাপ্ত তাই তাঁর লোকসভার সাংসদ পদ খারিজের সিদ্ধান্ত নিয়েছেন স্পীকার ওম বিড়লা।
বৃহস্পতিবার গুজরাতে সুরাত জেলা আদালত রাহুলকে ‘অপরাধমূলক মানহানির’ মামলায় দোষী সাব্যস্ত করে ২ বছর জেলের সাজা দিয়েছিল।

তারই ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করা হল। এদিকে রাহুলের সাংসদ পদ খারিজ হতেই তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে কংগ্রেস। মোদি সরকারে বিরুদ্ধে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ তুলে অন্য বিরোধী দলগুলিকে নিয়ে আন্দোলনের পথে নেমেছে কংগ্রেস। শুক্রবার দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গে ১২টি বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বাম, জেডি(ইউ), ডিএমকের পাশাপাশি বৈঠকে ছিল অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ)-ও। এর পরে সংসদ ভবন থেকে মিছিল করে রাষ্ট্রপতি ভবনে যান তাঁরা। যদিও রাজনৈতিক মহলের একটি অংশের মতে, গত কয়েকদিনে যে ভাবে রাহুল।গান্ধিকে মোদি সরকার লাগাতার প্রচার দিচ্ছে তার।পিছনে নির্দিষ্ট অভিসন্ধি থাকতে পারে। সাংসদ পদ খারিজ করে প্রকারন্তরে রাহুল কে হিরো বানাল ভাজপা। যাতে লোকসভার ভোটের আগে লড়াই টা ফের সেই রাহুল বনাম মোদিতেই সীমাবদ্ধ করে দেওয়া যায়, যে যুদ্ধে হাসতে হাসতে যাতে ফের জিততে পারেন মোদি। সুতরাং, এই ঘটনাপ্রবাহ সুপরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ‍্যপ্রণোদিত।