পিএসি কমিটির নতুন চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী

0

Last Updated on July 5, 2022 6:13 PM by Khabar365Din

৩৬৫ দিন। বিধানসভার পিএসি কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত হলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী (Krishna Kalyani)। সম্প্রতি, ‌মুকুল রায় বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন।‌ সাধারণত, বিরোধী শিবির থেকেই পিএসি কমিটির চেয়ারম্যান মনোনীত করা হয়। পিএসি কমিটিতে এই মুহূর্তে ৬ জন বিরোধী শিবিরের বিধায়ক এবং ১৪ জন শাসক শিবিরের, মোট ২০ জন বিধায়ক রয়েছেন‌ কমিটিতে। মুকুল রায় কমিটির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার পরেই গত সপ্তাহে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে পিএসসি কমিটির সদস্য হিসেবে নিয়োগ করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

সোমবার বিধানসভার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, পিএসি কমিটির চেয়ারম্যান হিসেবে বেঁছে নেওয়া হয়েছে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানীকে। বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিধানসভা নির্বাচনের পরে তৃণমূলে যোগদান করলেও খাতায়-কলমে এখনও ভাজপা বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি।‌ স্বভাবতই, নিয়ম মেনেই বিরোধী শিবিরের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকেই পিএসি কমিটির চেয়ারম্যান করা হয়েছে। ‌সূত্রের খবর, আগামী ৭ জুলাই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী।‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here