Last Updated on November 6, 2021 9:09 PM by Khabar365Din
৩৬৫ দিন। হাতে রোলেক্স অথবা রাডোর ৫০ লাখ থেকে কোটি টাকার রিস্ট ওয়াচ, পরনের শার্টের দাম কমপক্ষে ৭০ হাজার টাকা, তার সঙ্গে সঙ্গতিপূর্ণ ট্রাউজার্স সেটি আরো দামী প্রায় লাখ টাকার কাছাকাছি বা তারও বেশি। এছাড়া ব্র্যান্ডেড সানগ্লাস, লাখ টাকার বেল্ট এইসব তো রয়েছেই এই লাইফস্টাইলেই অভ্যস্ত এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ে। এমনই অভিযোগ সামনে আসছে। শুধু পোশাক-আশাকই নয় ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৌখিন সমীর। তার ব্যক্তিগত সংগ্রহ নাকি চমকে দেওয়ার মতো এছাড়া দামি হোটেলে হাংআউট লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট নামিদামি ডিস। এখন প্রশ্ন হল এই যে, একজন এনসিবি’র জোনাল ডিরেক্টরের এমন লাইফ স্টাইল হয় কি করে? প্রশ্নটা উঠছে কারণ এই র্যাঙ্কের একজন অফিসারের মাস গেলে যত পারিশ্রমিক হওয়ার কথা তাতে এই ধরনের পোশাক বা ঘড়ি অর্থাৎ সার্বিকভাবে এমন বহুমূল্য লাইফ স্টাইল চালিয়ে যাওয়া সম্ভব নয়। আরো স্পষ্ঠ করে বলতে গেলে সমীরের লাইফ স্টাইলের সঙ্গে তার আয়ের কোন সঙ্গতি নেই। অনেকে বলছেন সমীরের লাইফ স্টাইল ই প্রমাণ করে তার বিরুদ্ধে সম্প্রতি যে ঘুষ নেওয়ার অভিযোগ সামনে এসেছে তার সত্যতা রয়েছে।
তাছাড়া সমীরের বিরুদ্ধে অভিযোগ তো নতুন কিছু নয় নামই ব্যক্তিত্ব বলিউড স্টার দের টার্গেট করে তোলাবাজি করার অভিযোগ একাধিকবার তার বিরুদ্ধে উঠেছে তার রোজের জীবনযাপনই প্রমাণ করে দিচ্ছে তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ সর্বৈব সত্য। সূত্রের খবর মুম্বাই পুলিশের যে বিশেষ তদন্তকারী দল সমূহের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগে তদন্ত করছে তারাও সমীরের লাইফস্টাইলের বিষয়টি খতিয়ে দেখছেন। এদিকে, পর্বত প্রমাণ অভিযোগ ওঠার পর চাপের মুখে মুম্বাই মাদক মামলা থেকে সমীরকে সরিয়ে দেবার সিদ্ধান্ত আগেই জানিয়েছিল এনসিবি এবার এই মামলার দায়িত্ব দেয়া হচ্ছে এনসিবি-র ডিডিজি সঞ্জয় কুমার সিং-কে। ১৯৯৬-এর ওড়িশা ক্যাডারের আইপিএস সঞ্জয় শনিবারই দায়িত্ব নিয়ে মুম্বাই এসে পৌছল সংবাদ মাধ্যমে তিনি জানান মুম্বাই মাদক সংক্রান্ত ৬ টি মামলার দায়িত্ব তাকে দেয়া হয়েছে সব পক্ষের সঙ্গে কথা বলেই তিনি তদন্ত প্রক্রিয়া বুঝে নেবার চেষ্টা করবেন। যদিও সমীর ওয়াংখেড়ে আবার শনিবারও দাবি করেন, তাকে জোনাল ডিরেক্টরের পদ থেকে সরানো হয়নি কয়েকটি কেস নিয়ে সমস্যা হয়েছে সেগুলি থেকে তিনি নিজেই সরে গিয়েছেন। অর্থাৎ সবমিলিয়ে সমীর ওয়াংখেড়ে নিয়ে বেজায় অস্বস্তিতে এনসিবি।