Last Updated on January 25, 2022 10:23 PM by Khabar365Din
৩৬৫ দিন। Khabar 365 Din । নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারের পদ্মশ্রী (Padma Shri) পুরস্কার প্রত্যাখ্যান করলেন গীতশ্রী (Geetashree) সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay)। মঙ্গলবার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের একজন সদস্য সন্ধ্যাবেলায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়িতে ফোন করেন। ‘এই বয়সে সন্ধ্যা মুখোপাধ্যায়ের মত এত বড় একজন শিল্পীকে পদ্মশ্রী পুরস্কার দিয়ে তাঁকে অপমান করেছে ভাজপা সরকার-পরিবার সূত্রে এই তথ্য জানানো হয়েছে। এমনকি, কেন্দ্রীয় সরকারের তথ্য সংস্কৃতি মন্ত্রকের যে প্রতিনিধি সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়িতে টেলিফোন করেন, তাকেও একথা জানিয়ে দেওয়া হয় পরিবারের তরফে। প্রসঙ্গত, বাংলার মুখ্যমন্ত্রী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে প্রকৃত অর্থে সম্মান দিয়েছেন তা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের প্রতিনিধিকে বলে পরিবার সূত্রে খবর। পরে তাঁর মেয়ে সৌমি সেনগুপ্ত বলেন, এই বয়সে এমন একজন শিল্পীকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া অপমান ছাড়া আর কিছুই নয়। আমরা কেন্দ্রীয় প্রতিনিধিকে সে কথা জানিয়ে দিয়েছি।
দীর্ঘ কয়েক দশক ধরে তিনি সংগীতকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন। তাঁর মত শিল্পীকে এই বয়সে পদ্মশ্রী সম্মান দিয়ে বর্তমান কেন্দ্রীয় সরকার গীতশ্রীকে অপমান করেছেন। তাই কেন্দ্রের পদ্মশ্রী পুরস্কার প্রত্যাখ্যান করেছেন তিনি। মমতার সরকার ২০১১ সালে তাঁকে বঙ্গবিভূষণ পুরস্কার দিয়ে প্রকৃত সম্মান দেন। প্রসঙ্গত, ছোটবেলায় এটি কানন, চিন্ময় লাহিড়ী, ওস্তাদ বড়ে গোলাম আলি খানের থেকেও তালিম নিয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। সংগীত জগতে বিশিষ্ট কণ্ঠ শিল্পী, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গলায় বাঙালি পেয়েছে একের পর এক সুপারহিট গান। পঞ্চাশের দশক, সঙ্গীত প্রিয় বাঙালি পেল নতুন এক কোকিল কণ্ঠিশিল্পী। ৭০ এর দশকে জয়জয়ন্তী সিনেমার, তুমি না হয় রহিতে কাছে, মধু মালতি ডাকে আয়, সপ্তপদী সিনেমার গানে মোর কোন ইন্দ্রধনু, এই পথ যদি না শেষ হয়, এ শুধু গানের দিন, ঘুম ঘুম চাঁদ, ঝিকিমিকি তারা, এই মাধবী রাত এর মতো একাধিক গান সন্ধ্যা মুখোপাধ্যায়কে গানের জগতে খুব সহজেই শ্রেষ্ঠত্বের শিরোপা দিয়েছে।