Last Updated on January 27, 2022 11:22 PM by Khabar365Din
৩৬৫ দিন। ” সন্ধ্যা দি আমাদের সকলের গর্ব, ভারতরত্ন, আমাদের দেশের, জাতির গর্ব–” করোনা আক্রান্ত সন্ধ্যা মুখোপাধ্যায়কে (Sandhya Mukhopadhyay) অ্যাপোলো হাসপাতালে (Apollo Hospitals) ভর্তির ব্যবস্থা করার পর এভাবেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রতি তাঁর শ্রদ্ধার্ঘ্য জানালেন বাংলার মুখ্যমন্ত্রী। বুধবার গভীর রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। প্রায়শই, সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্বাস্থ্যের খোঁজ খবর রাখেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারও মুখ্যমন্ত্রীর সঙ্গে সন্ধ্যা মুখোপাধ্যায়ের মেয়ে সৌমির সঙ্গে কথা হয়। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয় সন্ধ্যা মুখোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) অতি দ্রুত ভর্তি করানো হবে। সেইমতো গ্রিন করিডোর করে সন্ধ্যা মুখোপাধ্যায়কে ১০ মিনিটের মধ্যে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে এনে ভর্তি করানো হয়। তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয় মেডিকেল বোর্ড। কিন্তু প্রাথমিক পরীক্ষার পর জানা যায় সন্ধ্যা মুখোপাধ্যায় কোভিড পজিটিভ। তারপর বিকেলে মুখ্যমন্ত্রী এসএসকেএম হাসপাতালে এসে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেন এবং সিদ্ধান্ত নেন সন্ধ্যা মুখোপাধ্যায়কে অ্যাপেলো হাসপাতালে ভর্তি করানো হবে। এসএসকেএমের দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, সন্ধ্যা দি আমাদের সকলের গর্ব, ভারতরত্ন, আমাদের দেশের জাতির গর্ব। বাংলার কথাতো ছেড়েই দিন, সন্ধ্যা দির কথা মনে আসলে, কি মিষ্টি দেখো মিষ্টি কি মিষ্টি এ সকাল, সব সময় মনে পড়ে। মিষ্টি সকালের মধ্যে দৈত্যের আগমন সন্ধ্যাদিকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে।
হার্টে একটা সমস্যা দেখা দিয়েছে। আমি অ্যাপলোর সঙ্গে কথা বলেছি। কারণ উনি কোভিড পজিটিভ। পিজিতে কোভিড এর ট্রিটমেন্ট হয় না। শম্ভুনাথ পন্ডিত, বেলেঘাটা আইডি, বাঙ্গুর হাসপাতাল সহ বিভিন্ন জায়গা আছে আমাদের। সরকারি পরিষেবা খুব ভাল দেওয়া হয়। ওনার বাড়ির লোকের কোন অসুবিধে ছিল না ওখানে ভর্তি করানোয়। কিন্তু তা সত্বেও সন্ধ্যা দির মত মহিলা, আমরা চাই সেরা চিকিৎসা পাক। আমি অ্যাপোলোকে বলেছি, অ্যাম্বুলেন্স পাঠিয়ে ওনাকে ভর্তি করার জন্য এবং হার্টের অধীনেই ভর্তি হতে হবে। আমরা আর রিস্ক নিচ্ছি না, ইতিমধ্যেই অ্যাপোলোর সঙ্গে কথা বলে সব ব্যবস্থা হয়ে গিয়েছে। যেহেতু ওনার হার্টের সমস্যা রয়েছে, শম্ভুনাথের হার্টের চিকিৎসার সেই পরিকাঠামো নেই। প্রসঙ্গত, এর পরেই গ্রিন করিডোর করেই এসএসকেএম হাসপাতাল থেকে অ্যাপোলোতে নিয়ে আসা হয় সন্ধ্যা মুখোপাধ্যায়কে। ড: রানা দাশগুপ্ত সহ এক বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে। চিকিৎসকেরা জানান, যেহেতু সন্ধ্যা মুখোপাধ্যায় করোনা পজিটিভ, সেখান থেকেই তাঁর ইনফেকশন হয়েছে। হার্টের সাইজ বড় হয়ে গিয়েছে। শরীরে অক্সিজেনের মাত্রা কমে এসেছে। চিকিৎসকেরা ২৪ ঘন্টা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।