সাংসদ ব্রিজভূষণের গুন্ডামি, মেয়ে কুস্তিগীরদের যৌন হেনস্থা জোড়া এফআইআর

0

Last Updated on April 29, 2023 7:53 PM by Khabar365Din

৩৬৫ দিন। নয়া দিল্লি। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর স্নেহধন্য ভাজপা সাংসদ তিনি। সেই কারণে আন্তর্জাতিক স্তরে দেশের প্রথম সারির কুস্তিগীরদের কাছ থেকে বারংবার অভিযোগ পাওয়ার পরেও এফআইআর গ্রহণ করতে রাজি হয়নি উত্তর প্রদেশ পুলিশ অথবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিয়ন্ত্রণাধীনে ঢাকা দিল্লি পুলিশ। তবে সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনা ও কড়া নির্দেশের পরে অবশেষে জোড়া এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে কুস্তি ফেডারেশনের সভাপতি তথা প্রভাবশালী ভাজপা সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে।

কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে এফ আই আর দায়ের হওয়ার পরেও এবং তিনি এই পদে থাকলে দেশের প্রথম সারির মহিলা কুস্তিগীররা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে প্রকাশ্যে অভিযোগ করার পরেও পদত্যাগ করবেন না বলে সদম্ভে জানিয়ে দিলেন ব্রিজ ভূষণ। উল্টে সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের আন্দোলনকে কংগ্রেসের চক্রান্ত বলে পাল্টা দাবি করলেন কুস্তি ফেডারেশনের সভাপতি তথা ভাজপা সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং। দেশ জোড়া চাপের মুখে ব্রিজ ভূষণের সাফাই, আমি নির্দোষ, আমি তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। এটা কংগ্রেস, কিছু শিল্পপতিদের আন্দোলন, কুস্তিগীরদের নয়।

মমতার সমর্থনের পরে আসরে প্রিয়াঙ্কা

ভারতের মহিলা কুস্তিগীরদের ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ বছরের পর বছর যৌন হেনস্থা করে আসছে বলে অভিযোগ ওঠা সত্ত্বেও একদিকে যেমন উত্তর প্রদেশ পুলিশ কোন ব্যবস্থা নেয় নি, ঠিক তেমনভাবেই কেন্দ্রীয় সরকার ব্রিজ ভূষণকে এই পদ থেকে অপসারণের ভাবনা চিন্তাও করেনি। গতকালই কুস্তিগীরদের এই আন্দোলনে নিজের সম্পূর্ণ সমর্থন জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি যন্তর মন্তরে অবস্থানরত মহিলা কুস্তিগীরদের প্রতি দলের পক্ষ থেকে সমর্থন জানানোর উদ্দেশ্যে দলীয় সাংসদ প্রতিনিধি দল পাঠান মমতা। তারপরেই আজ সকালে যন্তর মন্তরে আন্দোলনরত কুস্তিগীরদের সঙ্গে সাক্ষাৎ করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। একইসঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসছেন কুস্তিগীরদের ধর্ণা মঞ্চে। দিল্লির যন্তর মন্তরে কুস্তিগীরদের আন্দোলন সপ্তম দিনে পড়েছে।

কেন আড়াল ব্রিজ ভূষণকে?

প্রিয়াঙ্কা গান্ধী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভরত কুস্তিগীরদের সঙ্গে দেখা করে কেন্দ্রকে তীব্র আক্রমণ করে বলেন, যে এফআইআর দায়ের করা হয়েছে তা কেউ জানে না। কেন তারা তা দেখাচ্ছে না? যখন এই কুস্তিগীররা দেশের হয়ে পদক জেতে, আমরা সবাই টুইট করি এবং গর্ববোধ করি কিন্তু আজ তারা রাস্তায় নেমেছে ন্যায়বিচারের আশায় এবং তারা ন্যায়বিচার পাচ্ছে না। মহিলা কুস্তিগীররা এই পর্যায়ে পৌঁছানোর জন্য অনেক সংগ্রাম করে এবং আমি বুঝতে পারছি না সরকার কেন ব্রিজভূষণ শরণ সিংকে বাঁচাতে মরিয়া?

গ্রেফতার না হলে আন্দোলন চলবে

কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভুষন শরণ সিং-কে গ্রেফতার না করলে যন্তর মন্তরে তারা অবস্থান চালিয়ে যাবেন বলে আজ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন দেশের প্রথম সারির ক্রীড়াবিদরা। ২৩ এপ্রিল থেকে যন্তর-মন্তরে ব্রিজ ভূষণের বিরুদ্ধে প্রতিবাদে বসেছেন কুস্তিগীররা। এখন এফআইআর দায়ের হওয়ার পর তাঁরা বলেছেন শুধুমাত্র এফআইআর নয়, ব্রিজ ভূষণ সিংকে গ্রেফতার না করা পর্যন্ত আমরা আমাদের অবস্থান চালিয়ে যাব। বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক বিজয়ী ভিনেশ ফোগাট বলেন, এই লড়াই শুধু এফআইআর দায়ের করা নয়। এই লড়াই ন্যায়বিচার পাওয়ার জন্য, তাকে শাস্তি দেওয়ার জন্য, তাকে জেলে পাঠানো এবং কুস্তি ফেডারেশনের সভাপতি পদ থেকে অপসারণ না করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।

নিরাপত্তার আশ্বাস দিল্লি পুলিশের

যন্তর মন্তরে আন্দোলনরত কুস্তিগীরদের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রের ক্রীড়াবিদদের নিরাপত্তা দেওয়ার জন্য দিল্লী পুলিশ মোতায়েন থাকবে বলে আজ জানানো হয়েছে। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশের উপর থেকে আস্থা হারিয়েছেন দেশের প্রথম সারির ক্রীড়াবিদরা। প্রতিবাদী কুস্তিগীররা দিল্লি পুলিশের উপর বিশ্বাস হারিয়েছে।
বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক বিজয়ী ভিনেশ ফোগাট বলেন, আমরা শুধুমাত্র সুপ্রিম কোর্টের সামনে প্রমাণ পেশ করব, কোনও কমিটি বা দিল্লি পুলিশের সামনে নয়। আমরা দিল্লি পুলিশকে বিশ্বাস করি না। আমরা ছয় দিন ধরে এখানে বসে আছি এবং দিল্লি পুলিশ সব জানার পরও এফআইআরও দায়ের করেনি।