Last Updated on March 3, 2023 2:19 PM by Khabar365Din
৩৬৫। প্রয়াত শিশু সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। বাংলার অতি জনপ্রিয় শিশু কিশোর অ্যাডভেঞ্চার পাণ্ডব গোয়েন্দা স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় আজ সকাল ১১টা ১০ মিনিট নাগাদ হাওড়ার একটি নার্সিং হোমে প্রয়াত হন। ৮২ বছরের সাহিত্যিক এই নার্সিংহোমেই স্ট্রোকের চিকিৎসার জন্য চিকিৎসারত ছিলেন। হাওড়ার রামরাজাতলার বাসিন্দা এই সাহিত্যিকের পরিবার জানিয়েছে, এর আগে তিন বার হৃদরোগে আক্রান্ত হন বর্ষীয়ান সাহিত্যিক। দুপুর ৩টের সময় হাসপাতাল থেকে প্রয়াত সাহিত্যিকের মরদেহ নিয়ে যাওয়া হবে হাওড়ার জগাছা এলাকার ধারসায়, তাঁর নিজ বাসভবনে।
তারপর হাওড়া শিবপুর বার্নিং ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়কে ২০১৭ সালে শিশুসাহিত্যে অবদানের জন্য স্বীকৃতি দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। বাংলা আকাদেমি সম্মানে ভূষিত করা হয়েছিল তাঁকে।
১৯৬১ সালে তিনি প্রথম সারির এক সংবাদ পত্রের সঙ্গে যুক্ত হন। এরপর বিখ্যাত ফেমাস ফাইভের আদলে পাণ্ডব গোয়েন্দা সৃষ্টি করেন তিনি। ১৯৮১ সালে পাণ্ডব গোয়েন্দা তাঁকে বিপুল জনপ্রিয়তা এনে দিয়েছিল।রহস্য রজনীগন্ধার কিংবদন্তীর বিক্রমাদিত্য, পুণ্যতীর্থে ভ্রমণ তাঁর এই সৃষ্টিগুলি পাঠকের মন ছুঁয়ে যায়। প্রয়াত সাহিত্যিক রেখে গেলেন তাঁর সৃষ্টদুঃসাহসী, বুদ্ধিমান, নির্ভীক এবং অ্যাডভেঞ্চার প্রিয় বাবলু, বাচ্চু , বিলু, ভোম্বল, বিচ্চু এবং পঞ্চুকে।