মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিকের হুঁশিয়ারি, কৃষকদের দাবি না মানলে ক্ষমতায় ফিরতে পারবে না ভাজপা

0

Last Updated on October 19, 2021 12:00 AM by Khabar365Din

৩৬৫ দিন। কৃষি আইন এর বিরোধিতায় দেশজুড়ে যে কৃষক আন্দোলন চলছে তা থেকে রক্ষা পেতে এখনই যদি কেন্দ্রীয় সরকার কৃষকদের দাবি মেনে না নেয়, তাহলে ভাজপা ক্ষমতায় ফিরতে পারবে না। এভাবেই প্রকাশ্যে দেশের আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের মোদি সরকারের তীব্র সমালোচনা করলেন আরএসএস ঘনিষ্ঠ প্রাক্তন ভাজপা নেতা তথা মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন বলে পরিচিত মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক নিজের রাজনৈতিক জীবন শুরু করেছিলেন উত্তর প্রদেশ থেকে। পশ্চিম উত্তর প্রদেশের মিরাটের জাঠ নেতা হিসেবেই পরিচিত সত্যপাল মালিক প্রতিটি ভাজপা শাসিত রাজ্যে আন্দোলনরত কৃষকদের উপরে ভাজপা সরকারের দমনমূলক নীতির তীব্র সমালোচনা করে বলেন, উত্তর প্রদেশের অনেক গ্রামেই ভাজপা নেতারা ঢুকতে পারছেন না। আমার নিজের এলাকা মিরাটে ভাজপা নেতারা গ্রামে ঢুকতে পারছেন না। শুধু সেখানেই নয় মুজফফরনগর, বাগপত-সহ অনেক জায়গাতেই ভাজপা নেতারা গ্রামে ঢুকতে পারছেন না বলে জানিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের আগে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের অস্বস্তি বাড়ালেন মেঘালয়ের রাজ্যপাল তথা সত্যপাল মালিক।

রাজস্থানের ঝুনঝুনু জেলায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মেঘালয়ের রাজ্যপাল বলেন, যদি কৃষকদের দাবি পূরণ না হয়, তাহলে এই সরকার ক্ষমতায় ফিরবে না। ঘটনাচক্রে বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়ের বাড়ি রাজস্থানের এই ঝুনঝুনু জেলাতেই। প্রসঙ্গত, এর আগেও কৃষি আইন নিয়ে দিল্লির সীমানায় কৃষকদের প্রবল বিক্ষোভের সমর্থনে মুখ খুলেছিলেন সত্যপাল মালিক। কৃষকদের দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে মোদি সরকারের কাছে আবেদন করেছিলেন তিনি। এবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরির ঘটনা প্রসঙ্গেও কৃষক বিক্ষোভের পাশে দাঁড়ালেন সত্যপাল। এব্যাপারে উত্তরপ্রদেশের ভাজপা নেতৃত্বের ব্যর্থতার প্রসঙ্গ তুলে ধরে সত্যপাল মালিক বলেন, আগামী বছরেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার যদি সদর্থক কোনো পদক্ষেপ না নেয় তাহলে উত্তর প্রদেশে শোচনীয়ভাবে পরাজিত হতে হবে ভাজপাকে। তিনি বলেন, কৃষকদের জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবার সঙ্গে ঝগড়া করেছি। আমি সবাইকে বলেছি যে আপনারা ভুল করছেন। এটি করবেন না। নয়া কৃষি আইনের ক্ষেত্রে সরকার যদি বৈধভাবে এমএসপি-র গ্যারান্টি দেয়, তবেই কৃষি আইন সংক্রান্ত সমস্যার সমাধান হবে বলে মনে করেন তিনি। এর পাশাপাশি পাঞ্জাব এবং হরিয়ানার যে লক্ষ লক্ষ কৃষক কেন্দ্রীয় সরকারের কৃষি আইন এর বিরুদ্ধে আন্দোলন করছেন, সেই বিক্ষোভের পিছনে শিখ সম্প্রদায়ের জাত্যাভিমানের প্রশ্ন জড়িয়ে রয়েছে বলে মনে করেন মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক। শেখ সম্প্রদায়ের জাত্যাভিমান নিয়ে কেন্দ্রের ভাজপা সরকারকে হুঁশিয়ারি দিয়ে সত্যপাল মালিক বলেন, বিশেষ করে শিখদের ব্যাপারে আমাদের দেশের বর্তমান শাসকেরা জানেন না। নিরস্ত্র শিখ গুরুরা গোটা মোঘল সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ওঁদের সঙ্গে অকারণে শত্রুতা করা উচিত নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here