বিস্ফোরক ভাজপা থিংক ট্যাংক, দেবপ্রিয় চৌধুরী মুখ খুললেন – বাংলা জাতিকে মুছে ফেলার চক্রান্ত করছে ভাজপা

0

Last Updated on March 18, 2021 1:12 AM by Khabar365Din

শুভায়ন বন্দোপাধ্যায়

৩৬৫ দিন। ২০১৭ সালে ভাজপা-র সেভ বেঙ্গল-এ রাজ্যের আহ্বায়ক ছিলেন তিনি, ঠিক এক বছর পর থেকেই শুরু হয় সমস্যা। দেবপ্রিয় চৌধুরী, বাংলায় সেভ বেঙ্গলের আহবায়ক এর পদ থেকে পদত্যাগ করেন, যখন থেকে ভাজপা বাঙালি বিদ্বেষী হয়ে ওঠে। লোকসভা নির্বাচনের পর পুরোপুরি অবাঙালি বাংলা গঠনের দাবিতে বিধানসভা ভোটের জন্য যখন প্রস্তুতি শুরু করছে ভাজপা, তখনও প্রতিবাদ জানিয়েছিল সেভ বেঙ্গল, কিন্তু কোনও ভাবেই ওদের অবাঙালি তত্ত্ব থেকে সরে আসতে নারাজ ভাজপা। এই মুহূর্তে বাঙালি সংকটে, তাই ভাজপা-র হাত থেকে বাংলাকে বাঁচাতে সকলকে জোট বদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ভাজপা-র সেভ বেঙ্গলের প্রাক্তন আহ্বায়ক দেবপ্রিয় চৌধুরী। ভাজপা যেভাবে বিধানসভা ভোটের আগে বাংলাকে টার্গেট করে অবাঙালি বাংলা গঠনের দাবি করছে, তার প্রতিবাদে এবার পথে নামছে প্রবাসী বাঙালিরা। ‌ রীতিমতো ছোট ছোট গ্রুপ মিটিং করে, বাংলায় ভাজপাকে একটিও ভোট না দেওয়ার আবেদন জানিয়েছেন দেবপ্রিয় চৌধুরী। খবর ৩৬৫ দিন বুলেটিনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেবপ্রিয় বলেছেন, বাংলাকে বাঙালির হাত থেকে সরিয়ে দেওয়ার এক চক্রান্ত শুরু হয়েছে, আমরা এর বিরোধিতা করছি। ভিন রাজ্যে যখন আমাদের সঙ্গে অন্য কোন মানুষের কথা হয়, তখন অনেকেই জিজ্ঞাসা করেন, বাংলা ক্যাইসা হ্যায়? অর্থাৎ আমরা যেখানেই থাকি, আমরা বাঙালি, এটাই আমাদের পরিচয়। বাংলা তো বাঙালির, আমরা সেটা অবাঙালিদের হাতে তুলে দিয়ে কী করে? দিল্লির লোক কখনও চাইবেনা কোন বাঙালি বাংলা কন্ট্রোল করুক। উল্লেখ্য, এক্ষেত্রে অসমের উদাহরণ দিয়েছেন দেবপ্রিয় চৌধুরী। ভাজপা সরকার অসমে ক্ষমতায় আসার পর, একটিও কাজের কন্ট্রাক্ট অসমের লোকেরা পাইনি। প্রসঙ্গত, বিধানসভা ভোটের মুখে অবাঙালি ভাজপা-র হাত থেকে বাংলাকে বাঁচাতে প্রবাসী বাঙালিরা ছোট ছোট গ্রুপ মিটিংয়ের আয়োজন করেছে। যারা বাংলায় এসে ভাজপা-র বিরুদ্ধে প্রচার করবেন, তাদের পাশাপাশি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, এমনকি নিজেদের মধ্যে টেলিফোনেও বাংলার মানুষজনের কাছে ভাজপা-র অবাঙালি বাংলা গঠনের বিরুদ্ধে প্রচার শুরু করছে সেভ বেঙ্গল। দেবপ্রিয় চৌধুরীর কথায়, আমার বাড়ির মহিলাদের যদি দুর্গাপূজার সময় বলে দেওয়া হয়, এই শাড়ি পরবেন, এই শাড়ি পরবেন না, এটা আমি মানতে পারব না। বিজেপি এখন যা করছে, সেটা ফতোয়া জারি করা, ওরা বাংলার এবং বাঙালির বিরোধী। বাংলায় বিধানসভা নির্বাচনে ওদের এই বাঙালি বিরোধিতার বিরুদ্ধে যত দূর যেতে হয় যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here