Last Updated on February 3, 2022 10:59 PM by Khabar365Din
৩৬৫ দিন। হাজারো দ্বিধা কাটিয়ে রাজ্যে (West Bengal) আবার খুলে গেল স্কুলের (School Reopen)দরজা। প্রথম দিনে বেশিরভাগ স্কুলে (School)সুরক্ষাবিধি মেনেই করা হল ক্লাস। শহরের বিভিন্ন প্রান্তে ধরা পড়ল সেই ছবি। যাদবপুর বিদ্যাপীঠের (Jadavpur Vidyapith)সামনে পড়ুয়াদের ক্লাস রুমে প্রবেশের আগে করানো হয় থার্মাল চেকিং (Thermal scanners)।শারীরিক দূরত্ব (Social distancing) বিধি মেনেই চলে পড়াশুনা। শিক্ষক শিক্ষিকাদের এদিন ছাত্র ছাত্রীদের করোনা (Corona) এবং শারীরিক দূরত্ব, স্যানিটাইজেসন (Sanitization) নিয়েও পাঠ দিতে দেখা গিয়েছে বেশ কিছু স্কুলে। কিছু কিছু স্কুলে প্রবেশের সময় দেখা গিয়েছে পড়ুয়াদের হাতে দেওয়া হচ্ছে মাস্ক এবং গোলাপ ফুল, পেন ইত্যাদি।
বিধি পালনের জন্যে কিছু স্কুলে প্রবেশের সময় খুলে দেওয়া হয় একাধিক গেট। করা হয় জীবাণুমুক্তকরন (Disinfectant)। মাস্ক (Mask) বাধ্যতামূলক। কিছু জায়গায় অফলাইনের সঙ্গে চলছে অনলাইন ক্লাসও (Offline Class)। উল্লেখ্য, এই দফায় অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। স্কুল খোলার আগে সরকারি এবং বেসরকারি স্কুলে জোর কদমে চলছে ক্লাস ঘর জীবাণুমুক্তকরণের কাজ।এর আগেও বেশ কয়েকবার খুলেছিল স্কুল। তবে, সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বন্ধ করে দেওয়া হয় স্কুল। তৃতীয় ঢেউয়ের আশঙ্কা থেকেই ফের তালা পড়ে শিক্ষা প্রতিষ্ঠানে। দু বছরের বেশি সময় ধরে ছোটদের স্কুল বন্ধ। এর পাশাপাশি, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে পাড়ায় শিক্ষালয়।