Last Updated on January 27, 2021 9:50 PM by Khabar365Din
৩৬৫ দিন। নন্দীগ্রামের একদা মহারাজের এখন মাছি তাড়ানো ছাড়া বিশেষ কাজ নেই।উপস্থিতির সংখ্যা মেরেকেটে ৫০ জন, তার মধ্যে ১০ জন নিরাপত্তা রক্ষী। এই জনসংখ্যার সমর্থনে বাংলার মুখ্যমন্ত্রীকে হাস্যকরভাবে চ্যালেঞ্জ ছুঁড়ছেন ভাজপা নেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সাধারণতন্ত্র দিবসের দিনে নন্দীগ্রামের বিরুলিয়া পঞ্চায়েতে ঘোল পুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শুভেন্দুর সভাতে ৫০ জনের উপস্থিতিকে স্বাভাবিক বলেই মনে করছে নন্দীগ্রামের মানুষ। একদা বাহুবলির সব হম্বিতম্বি এখন ধুলোয় মিশে গিয়েছে, তাই জনা পঞ্চাশেক লোক নিয়ে নন্দীগ্রামে মাছি তাড়িয়ে বেড়াচ্ছেন শুভেন্দু।