যোগ্য পারিবারিক বন্ধু আরিয়ানের পাশে জুহি চাওলা

0

Last Updated on October 29, 2021 11:47 PM by Khabar365Din

৩৬৫দিন। বৃহস্পতিবারই মিলেছিল জামিন কিন্তু সময়মতো জামিনের নথি এসে না পৌঁছানোয় শুক্রবারও আর্থার রোড জেলে থাকতে হলো শাহরুখপুত্র আরিয়ানকে। যদিও এদিনই আরিয়ানকে ‘মন্নতে’ ফিরিয়ে আনতে চেষ্টার কসুর করেননি আইনজীবীরা কিন্তু বাদ সাধে জেলের নিয়ম। শেষ খবর পাওয়া পর্যন্ত আর্থার রোড জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, জামিনের প্রক্রিয়া প্রায় শেষ। সব ঠিকঠাক চললে শনিবার সকালেই জেল থেকে ছাড়া পেয়ে যাবেন আরিয়ান। ২৫ দিনের বন্দিদশা কাটিয়ে বৃহস্পতিবারই জামিন পেয়েছিলেন আরিয়ান খান। কিন্তু তাঁর জেল থেকে ছাড়া পাওয়া নিয়ে শুক্রবার জটিলতা তৈরি হয়। আদালত আরিয়ানের জামিনের শর্ত সহ রায় পড়ে শোনান দুপুর তিনটে নাগাদ।

এদিকে জেলে নিয়ম অনুযায়ী সাড়ে পাঁচটার মধ্যে জেলের বেল বক্সে পৌঁছতে হবে জামিনের কাগজ তবেই জেল থেকে ছাড়া পাবেন আরিয়ান। তৎপরতা শুরু হয় আরিয়ানের আইনজীবিদের দুপুর তিনটে চল্লিশে মন্নত থেকে বেরিয়ে আদালতে পৌঁছে যান শাহরুখ। জামিনদার হিসেবে আদালতে পৌঁছে যান অভিনেত্রী জুহি চাওলা। কিন্তু এক লক্ষ টাকা জমা করে বন্ড সাইন করতে বেশ কিছুটা সময় চলে যায় গোটা প্রক্রিয়া শেষ হতেই প্রায় ছয়টা বেজে যায়। জামিনের নির্দেশের পরেও বেশ কিছু নিয়মকানুন থাকে। যার মধ্যে অন্যতম বোম্বে হাই কোর্টের জামিনের রায়ের একটি কপি জমা দিতে হবে মাদক সংক্রান্ত বিশেষ আদালতে। তার পরে বিশেষ আদালত আরিয়ানের রিলিজ অর্ডার জারি করবে। সেই নথি আবার আর্থার রোড জেলের বাইরে ‘বেল বক্স’-এ নিয়ে যেতে হবে। এই পুরো প্রক্রিয়া শেষ হতে অনেকটা সময় চলে যায়। অসময়ের এই মারপ্যাঁচে আটকে যায় শুক্রবার আরিয়ানের মন্নতে ফেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here