আরিয়ানের জামিন সত্যের জয়, আইনজীবীদের ধন্যবাদ শাহরুখের

0

Last Updated on October 29, 2021 12:53 AM by Khabar365Din

৩৬৫ দিন। সব চক্রান্তকে ব্যর্থ করে বৃহস্পতিবার মুম্বই হাইকোর্ট থেকে জামিন পায় শাহরুখপুত্র আরিয়ান খান। জামিনের পর আরিয়ানের এডভোকেট টিমের সঙ্গে লইয়ার ফার্মের অফিসে শাহরুখ খান। রয়েছেন, সিনিয়র আইনজীবী অমিত দেশাই, সতীশ মানেশিন্দে সহ অন্যান্য আইনজীবীরা। এছাড়াও এই এডভোকেট টিমে ছিলেন ভারতের প্রখ্যাত সিনিয়র আইনজীবী মুকুল রোহতগি।

এদিন বন্ধে হাইকোর্টের বাইরে তিনি বলেন, আরিয়ান খান, মুনমুন ধামেচা, আরবাজ মার্চেন্টের জামিন হল আজ। তবে ওরা এখনই জেল থেকে বেরতে পারবেন না। জামিনের রায় এখনও হাতে আসেনি। আশ করছি, কাল অথবা শনিবার জেল থেকে ছাড়া পাবেন। এদিন শাহরুখ এনিয়ে কোনও মন্তব্য না করলেও তাঁর ম্যানেজার পূজা সোশাল মিডিয়ায় লেখেন, ‘সত্যের জয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here