Last Updated on January 26, 2022 4:06 PM by Khabar365Din
৩৬৫ দিন। অবৈধভাবে রাস্তার পাশে থাকা সরকারি গাছ কাটার সময় গাছ চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু বাইক আরোহীর। মৃতদেহ ঘিরে রণক্ষেত্র চেহারা এলাকাজুড়ে। মৃতদেহ উদ্ধার করতে গেলে আক্রান্ত হয় পুলিশ। পুলিশের গাড়ি ভাঙচুরের চেষ্টা ক্ষুব্ধ জনতার। মৃতদেহ ঘিরে রাস্তা অবরোধ চলে। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানা গয়েশপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সগুনা এলাকায়। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
স্থানীয়ও সূত্রে জানা গিয়েছে , নদীয়ার নবদ্বীপ থানার বাহিরচর এলাকার বাসিন্দা খোরশেদ মন্ডল প্রতিদিনের মত নিজের মুদিখানার দোকানের বাজার করতে শান্তিপুরে আসছিলেন। সেই সময় শান্তিপুর ভালুকা রাস্তার সগুনা এলাকায় বেআইনিভাবে চোরা কাঠ ব্যবসায়ীরা রাস্তার পাশে থাকা গাছ কাটছিলেন। গাছ কেটে রাস্তার উপর ফেলার সময় সরাসরি ওই বাইক আরোহীর মাথায় পড়ে। গাছ পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় খোরশেদ মন্ডলের। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। প্রচুর মানুষ ভিড় জমান ওই মৃতদেহ কে ঘিরে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করতে গেলে পুলিশকে আটকায়। ক্ষুব্ধ জনতা। কার্যত ধাক্কা ধাক্কি করা হয় পুলিশ আধিকারিককে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা চাইছেন এই ঘটনার পিছনে যারা অভিযুক্ত তাদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে। ঘটনাস্থলেই পড়ে থাকে মৃতদেহ। চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে খবর।