Sliver Point School: ছাত্রের মৃত্যুর পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল সিলভার পয়েন্ট স্কুল

0

Last Updated on September 8, 2023 5:53 PM by Khabar365Din

৩৬৫দিন। দশম শ্রেণির পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর পর এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল সিলভার পয়েন্ট হাই স্কুল। বৃহস্পতিবার স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে এমনই একটি নির্দেশ জারি করা হয়েছে। মৃত ছাত্রের পরিবারের পক্ষ থেকে একাধিক অভিযোগ জানানো হয় ওই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। যা অস্বীকার করে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার স্কুল বন্ধের একটি নোটিশ স্কুলের মেন গেটে টাঙ্গানো হয়। ছাত্র মৃত্যুর ঘটনার নানান অভিযোগকে কেন্দ্র করে কসবা থানার পুলিশ ইতিমধ্যেই স্কুলের প্রধান শিক্ষক, সহ প্রধান শিক্ষক , এবং দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

তবে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ সিদ্ধান্তের ফলে বাকি পড়ুয়াদের যে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হবে। যদিও বিষয়ে কোন মন্তব্য করেনি স্কুল কর্তৃপক্ষ। দশম শ্রেণীর ওই ছাত্রের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে বিক্ষোভের সৃষ্টি হয়েছিল তার কারণেই এই সিদ্ধান্ত বিপদে ফেলছে বাকি পড়ুয়াদের।
প্রসঙ্গত, গত সোমবার কসবা রথতলার সিলভার পয়েন্ট হাই স্কুলের পাঁচ তলা থেকে পড়ে মৃত্যু হয় দশম শ্রেণীর এক ছাত্রের। নিহতের নাম শেখ সান। ছাত্রের পরিবারের অভিযোগ, তাকে প্রবল মানসিক চাপ দেওয়া হয়েছিল স্কুলের পক্ষ থেকে। যার ফলে এই ঘটনাটি ঘটেছে। এই অভিযোগটিকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ।