Last Updated on September 29, 2023 12:07 PM by Khabar365Din
৩৬৫ দিন। আমি যেখানে যেতে চাই সেখানেই যাব, আমি রাজনীতিতে আগ্রহী নই, আমার কোনও রাজনৈতিক যোগ নেই। অহেতুক এই বিষয় নিয়ে জলঘোলা করবেন না। ঠিক এই ভাষাতেই নিন্দুকদের কভার ড্রাইভ মেরে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি স্পেনে গিয়ে রাজ্যে শিল্পের ঘোষণা করেছিলেন প্রাক্তন জাতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। যা নিয়ে সমালোচনা শুরু করেন বিরোধীরা। ভাজপা, সিপিএম নেতারা ব্যাঙ্গ করেছিলেন মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হয়ে যাওয়ায়। অন্যদিকে রাজ্যে শিল্প করতে হলে স্পেনে যেতে হবে কেন? হিংসায় জ্বলে পুড়ে এমন প্রশ্নও তোলেন অনেকে।
নানান সমালোচনা হলেও যাঁকে নিয়ে এত কথা, তিনি এতদিন মুখ খোলেননি। অবশেষে নীরবতা ভাঙলেন সৌরভ। বৃহস্পতিবার মুথাইয়া মুরলীধরনের বায়োপিকের অনুষ্ঠানে উপস্থিত সৌরভ বলেন, আমি যেখানে যেতে চাই সেখানেই যাব। আমি রাজনীতিতে আগ্রহী নই, আমার কোনো রাজনৈতিক সংযুক্তি নেই। তিনি বলেন, “আমি একজন মানুষ। আমি এমএলএ নই, সাংসদও নই। আমার কোনও রাজনৈতিক আসক্তি নেই। আমি যেখানে খুশি সেখানে যাব। অনেকে অনেক জায়গায় ঘুরে বেড়ান। আমি রাজনীতিতে আগ্রহী নই।” তাঁর দাবি, “আমাকে বিশ্বের অনেক জায়গা থেকে আমন্ত্রণ জানানো হয়। সেই অল্পবিস্তর পরিচিতি এবং বিশ্বাসযোগ্যতা আমি অর্জন করেছি।” তিনি আরও বলেন, মানুষ হিসেবে আমার কোনও রাজনৈতিক এজেন্ডা নেই। স্পেন, কলকাতা কিংবা দিল্লির মধ্যে আমি কোনও পার্থক্য মনে করি না। আমি কারও কাছে জবাবদিহি করতে পারি না। সবাই সব জায়গায় যায়। আমরা জন্তু জানেয়ােরের জগতে বাস করি না। আমরা মানুষ, আমরা মানুষের সঙ্গে যোগাযোগ করি। সেই নিয়ে অন্যরা কেউ মাথা ঘামায় না। এখানেই দেখি সব বিষয় নিয়ে রাজনীতি শুরু হয়ে যায়। ১৬-২০ মাসের মধ্যে বাংলায় ইস্পাত কারখানা হবে। আমি সবাইকে সুযোগ খুঁজতে বলব।
প্রসঙ্গত কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীর শিল্প সফরে যোগ দিতে লন্ডন থেকে মাদ্রিদ গিয়েছিলেন সৌরভ। সেখানে ফুটবলের উন্নতির জন্য লা লিগার সঙ্গে চুক্তি হয়। বারনাবিউ স্টেডিয়ামও ঘুরে দেখেন তারা। পরের দিন মাদ্রিদে শিল্প স্থাপনের জন্য নানা রকম সুযোগ সুবিধার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলায় তাঁর তৃতীয় ইস্পাত কারখানা স্থাপনের কথা ঘোষণা করেন।