বাংলায় বিনিয়োগের জন্য ব্যাটিং মহারাজের, ২৫০০ কোটি টাকা বিনিয়োগ শিল্পপতি সৌরভের ইস্পাত কারখানা হবে শালবনিতে

0

Last Updated on September 16, 2023 1:19 AM by Khabar365Din

আন্তর্জাতিক স্তরে বাংলা তথা ভারতের স্পোর্টস আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়কে এবারের স্পেন সফরে সঙ্গী করেছেন মমতা। গতকাল স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকেও যেমন বাংলার খেলাধুলার জগৎ সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেছিলেন সৌরভ, আজ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে সেই সৌরভ দেখা দিলেন সম্পূর্ণ অন্য পরিচিতিতে। বাংলায় শিল্প স্থাপনের জন্য জমি পাওয়া থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনীয় অনুমতি পাওয়া যে মমতার আমলে কতখানি সুবিধে জনক হয়ে গিয়েছে সেই প্রসঙ্গে বলতে গিয়ে সৌরভ জানান, ইতিমধ্যেই বাংলায় দুটি স্টিল প্লান্ট তৈরি করেছেন তিনি। পশ্চিম মেদিনীপুরের শালবনিতে শুরু হয়েছে তৃতীয় স্টিল প্লান্টের কাজ।

যেখানে তিনি বিনিয়োগ করতে চলেছেন প্রায় 2500 কোটি টাকা। এই প্রসঙ্গে সৌরভ বলেন, আমি নতুন ইস্পাত কারখানা করছি মেদিনীপুরে। এটা আমার তৃতীয় কারখানা। আমার প্রথম কারখানা ছিল দুর্গাপুরে, তারপর বিহারের পাটনায়, আর এখন মেদিনীপুরে। মুখ্যসচিব দ্বিবেদী স্যার ও শিল্প সচিব বন্দনা ম্যাম সব ক্লিয়ারেন্স দিয়েছেন। শালবনীতে ৬০০ একর জমিতে অত্যন্ত বড় একটি ইস্পাত কারখানা তৈরি হচ্ছে। প্রাথমিক পর্যায়ে ৬ হাজার কর্মসংস্থান হবে। শালবনিতে জিন্দলদের জন্য জমি দিয়েছিল রাজ্য সরকার। সেই জমিতে এখনও কারখানা হয়নি, সেখানেই আমরা কারখানা করব। কারখানা তৈরি করতে ৬ মাস মতো সময় লাগবে। ১ বছর বাদে এই কারখানা থেকে উৎপাদনও শুরু হবে।

সৌরভ বলেন, আমি চিরকাল খেলাধুলো নিয়ে থাকলেও আমার পরিবার ব্যবসায়ী পরিবার। ৫০-৫৫ বছর আগে বাংলাতেই ছোট ব্যবসা শুরু করেছিলেন আমার ঠাকুরদা। এই রাজ্য সব সময়েই ব্যবসার জন্য গোটা বিশ্বকে আমন্ত্রণ জানায়। সেই কারণেই আজ মুখ্যমন্ত্রী আপনাদের দেশে এসেছেন। আমিও প্রথম মাদ্রিদে এলাম। এর আগে মেসির খেলা দেখতে এসেছিলাম বার্সেলোনাতে।

এর পাশাপাশি বাংলার বর্তমান রাজ্য সরকার ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের পাশাপাশি কিভাবে বাংলাতে বিনিয়োগবান্ধব করে তুলেছেন তা বোঝাতে সৌরভ বলেন, রাজ্য সরকার এমএসএমই-তে জোর দিচ্ছে। ছোট জায়গা থেকে শুরু করে বড় শিল্পের কাজ চলছে। শিক্ষা, কৃষি, তাঁত, চর্ম সবক্ষেত্রে জোয়ার এসেছে। সংস্কৃতির দিক থেকে অত্যন্ত উন্নত বাংলা। ভারতের সাংস্কৃতিক রাজধানী বলা হয় বাংলাকে। স্পেনের মতো বাংলায় ফুটবলও ভীষণ জনপ্রিয়। স্পেনীয় ফুটবল তারকারা বাংলায় আসছেন। নিশ্চিতভাবে এটা অত্যন্ত বড় বিষয়। এরপরই স্পেনের শিল্পপতিদের বাংলায় বিনিয়োগ করতে আসার আবেদন জানিয়ে সৌরভ বলেন, বাংলায় এখন লগ্নি করার উপযুক্ত পরিস্থিতি রয়েছে। আপনারা আসুন। স্বচ্ছন্দে আমাদের রাজ্যে বিনিয়োগ করুন।