Last Updated on November 19, 2023 7:08 PM by Khabar365Din
৩৬৫ দিন। সপ্তাহ পেরলেই জগদ্ধাত্রী পুজো। আর এই উৎসবে চন্দননগর, রিষড়া, হুগলি জেলার খ্যাতির কথা কে না জানে? আলোকমালায় সেজে ওঠা চন্দননগর, রিষড়া যেন মায়ানগরী হয়ে ওঠে পুজোর কটা দিন। উৎসবপ্রেমী মানুষজন চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দর্শন সাধারণত মিস করেন না। দূরদূরান্ত থেকেও মানুষজন যান চন্দননগর, জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। এবার সেই দর্শনার্থীদের সুবিধার্থে পুজোর কটা দিন হাওড়া-ব্যান্ডেল শাখায় স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করল পূর্ব রেল। আগামী সোম থেকে শুক্রবার এই চারদিন হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-বর্ধমান শাখায় চলবে ৫ জোড়া বাড়তি ট্রেন চালাবে পূর্ব রেল। এছাড়াও বিশেষ বাসের ব্যবস্থা করা হচ্ছে পরিবহণ দপ্তরের উদ্যোগে।
ক্রেনও বাসের পাশাপাশি সংখ্যায় আরো বেশি পরিমাণে ভেরী চলাচল করা হবে জগদ্ধাত্রী পূজার সময়।সোম থেকে বৃহস্পতিবার অর্থাৎ ২০ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বিকেল ও রাতে হাওড়া-ব্যান্ডেল শাখায় বাড়তি ট্রেন চালানো হবে। পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া থেকে ব্যান্ডেলগামী স্পেশাল ট্রেন ছাড়ার সময় হল, বিকেল ৫.২০, সন্ধে ৭.৫৫, রাত ১১.৩০ এবং রাত ১২.৩০এ।
অন্যদিকে, ব্যান্ডেল থেকে হাওড়াগামী স্পেশাল ট্রেন ছাড়বে সন্ধে ৬.৩৫, রাত ৯.২০, রাত ১ এবং রাত ২টোয়। রিষড়ায় জগদ্ধাত্রী পুজো একদিন পর থেকে শুরু হয়। তাই ব্যান্ডেল শাখায় আরো বেশি দিন পর্যন্ত বাসের এবং ফেরি চলাচলের ব্যবস্থা করা হয়েছে রাজ্য পরিবহণ দপ্তরের তরফে।