বাংলায় শিল্প স্থাপনে আগ্রহী শ্রীলংকার দাবি, কলকাতা কলম্বো সরাসরি বিমান

0

Last Updated on September 26, 2023 6:13 PM by Khabar365Din

৩৬৫ দিন। কলকাতার সঙ্গে শ্রীলংকার সরাসরি বিমান যোগাযোগ বিষয়টি নিয়ে বিশেষভাবে চিন্তাভাবনা শুরু করেছে শ্রীলঙ্কা সরকার। কলকাতায় নিজের দেশের পর্যটন শিল্প সম্বন্ধে প্রচার চালাতে এসে শ্রীলংকার পর্যটন বোর্ডের মেম্বার নালিন পারেরা জানিয়েছেন, “গত এক বছরে আমাদের দেশে যে পরিমাণ পর্যটন শিল্পে জোয়ার এসেছে তার মধ্যে ২৪ শতাংশ বৃদ্ধি ঘটিয়েছে ভারত বর্ষ। যেখান থেকে দাঁড়িয়ে আমাদের লক্ষ্য নির্ধারিত হয়েছে দেড় লক্ষ মিলিয়ন ডলারের। তবে ইতিমধ্যেই আমরা ৯৬ হাজার মিলিয়ন ডলার পর্যটন শিল্পের মাধ্যমে আয় করতে পেরেছি। তবে বাঙালির মত ভ্রমণ পিপাসু মানুষকে আমরা আমাদের দেশে উৎকৃষ্ট ভ্রমণের জন্য আহ্বান জানাতে এসেছি।”

মূলত শ্রীলংকার রাম সেতুকে ঘিরে যে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছে এবং পার্শ্ববর্তী বেশ কিছু দ্বীপপুঞ্জ কে নিয়ে শ্রীলংকার সরকার যে আন্তর্জাতিক মানের পর্যটন স্থল অত্যাধুনিক সুযোগ-সুবিধা দিয়ে গড়ে তুলেছেন তার প্রচার চালাতে বঙ্গে পা দিয়েছেন শ্রীলংকা সরকারের দুই প্রতিনিধি। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে শ্রীলংকার প্রেসিডেন্টের বৈঠকের পরে বাংলার সাথে শ্রীলংকার সুসম্পর্ক গঠিত হয়েছে। আর সেখান থেকেই শ্রীলঙ্কা সরকারের সঙ্গে বাংলার থেকে সরাসরি বিমান যোগাযোগ ব্যবস্থাপনা কত দ্রুত গড়ে তোলা যায় তা নিয়ে প্রস্তাবনা পেশ করবেন নলিন পরেরা। যার ফলে বাংলা থেকে পর্যটকরা ভায়া চেন্নাই না হয়ে দ্রুত শ্রীলঙ্কাতে পৌঁছতে পারেন।

শুধু তাই নয় ভ্রমণ পিপাসু বাঙালি বাংলাদেশ মায়ানমারের মত জায়গায় ঘুরতে গেলেও ২০১৮ এর আগে পর্যন্ত শ্রীলঙ্কা তো সরাসরি বিমান যোগাযোগের কারণে ঘুরতে যেতেন। কারণ সেই সময় সারা দেশ জুড়ে এগারটি সরাসরি বিমান যোগাযোগের ব্যবস্থা ছিল শ্রীলংকা এয়ারলাইন্সের। এই বিষয়ে শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা এ দিন জানিয়েছেন শ্রীলংকা এয়ারলাইন্সের পরিকাঠামো কত বেশ কিছু খানকির কারণে এখনই বাংলার সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ ব্যবস্থা তারা তৈরি করে উঠতে পারছেন না। যে কারণে তাদের পর্যটনাও বেশ আঘাত পড়ছে বলেই মনে করা হচ্ছে। তবে এই খামতি দ্রুত কাটিয়ে ওঠার চেষ্টা করছে শ্রীলঙ্কা সরকার এমনটাই দাবি করা হয়।