Last Updated on November 18, 2023 7:49 PM by Khabar365Din
৩৬৫ দিন। সারা দেশের বুকে ঐতিহ্যশালী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অন্যতম স্থান দখল করে আছে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি। কলকাতায় সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি প্রথম ক্যাম্পাসে গড়ে তোলা হয়েছিল নিউটাউনে কারিগরি ভবনের পাশে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয় উপাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তাদের দ্বিতীয় ক্যাম্পাস করার জন্য প্রয়োজনীয় জমির আবেদন করেছেন। বর্তমানে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি যে ক্যাম্পাসটি নিউ টাউনে রয়েছে তা ১৭ এখন জায়গা জুড়ে অবস্থিত। সেখানেই নতুন করে ছাত্র-ছাত্রীদের চাহিদা কে মাথায় রেখে ৬০০ ছাত্রীদের জন্য আলাদা করে হোস্টেল গড়ে তোলা হয়েছে। কিন্তু এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে তাদের নতুন করে বেশ কিছু ইন্টিগ্রেটেড কোর্স শুরু করা হচ্ছে। যাতে করে বাংলার ছাত্র ছাত্রীরা উচ্চশিক্ষার জন্য বাংলা ছেড়ে ভিন রাজ্যে যেতে বাধ্য না হয়। শুধু তাই নয় রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঘাটছড়া বেঁধে, রাজ্যের পড়ুয়াদের এবং প্রফেশনাল বেশ কিছু করতে ইচ্ছুক এমন মানুষদের আগ্রহ বাড়িয়ে তুলতে অতিরিক্ত আরো চারটি কোর্স শুরু করতে চলেছে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি। তারমধ্যে যে কোন বিষয় বিএড ডিগ্রী, বিটেক এম টে ক এমবিএ এবং ডক্টরের ডিগ্রিও এই বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত করার আলাদা করে ব্যবস্থা করা হচ্ছে। গোটা ব্যবস্থাপনার জন্য অতিরিক্ত জায়গার প্রয়োজনীয়তা আছে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভাইস চ্যান্সেলর ডজন ফেলিক্স রাজ জানিয়েছেন, “নিউ টাউনে আইটিসি হোটেলের পাশে সাত একর মত জায়গা ফাঁকা রয়েছে। আমাদের জায়গার প্রয়োজনীয়তা রয়েছে ১০.৭ একর। আমরা প্রাথমিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি যাতে নিউটাউনে আমাদের দ্বিতীয় ক্যাম্পাস খোলার জন্য প্রয়োজনীয় জমি সরকারি সহযোগিতায় আমরা প্রাপ্ত করতে পারি। আমাদের উদ্দেশ্য ২০৩০ সালের মধ্যে বাংলার শিক্ষার মানকে আরো উন্নতিকরণের মধ্য দিয়ে গ্রাম বাংলার নবীন প্রজন্মকে আরো বেশি কর্মমুখী শিক্ষার দিকে আগ্রহী করে তোলার সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহযোগিতায় উন্নত শিক্ষা ব্যবস্থার প্রচলন করা। তার মধ্য দিয়ে ৩৫০ কোটি টাকা লগ্নীও করা হবে। তার জন্যই আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছি, তার সহযোগিতা আশায় আমরা বসে আছি।”
চলতি মাসের ২৫ তারিখ রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন অর্থমন্ত্রী পিস এর উপস্থিতিতে ডক্টর লেখা বই, ডেভেলপমেন্ট ডিসেন্ট্রালাইজেশন এন্ড ডেমোক্রেসি উদ্বোধন করা হবে।