ইডি সিবিআই এর বিরুদ্ধে এবার চিঠি স্ট্যালিনের

0

Last Updated on March 8, 2023 6:37 PM by Khabar365Din

৩৬৫ দিন। চেন্নাই। আপনি দেশের ক্ষমতায় আসার পর থেকে দেশের সহ শাসিত কেন্দ্রীয় এজেন্সিগুলিকে শুধুমাত্র কেন্দ্রের শাসকদলের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য প্রতিনিয়ত ব্যবহার করা হচ্ছে। ‌ কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করে দেশের প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের হেনস্থা করার পাশাপাশি সামাজিকভাবে তাদের চরিত্র হনন করার চেষ্টা চলছে আপনার সরকারের পক্ষ থেকে।‌ ভারতের মতো যুক্তরাষ্ট্রীয় গণতন্ত্রে প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দল এবং বিরোধী মতের প্রয়োজনীয়তা যে অনস্বীকার্য তা নিশ্চয়ই আপনার জানা রয়েছে। বিগত ৯ বছর ভাজপা ক্ষমতায় থাকাকালীন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও অন্যান্য প্রশাসনিক দফতরগুলির সম্মান ক্ষুণ্ণ হয়েছে, তা তুলে ধরার আবেদন জানাচ্ছি এবং মণীশ সিসোদিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সুপ্রিমো এমকে স্ট্যালিন।

মমতা সহ দেশের অধিকাংশ ভাজপা বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করে বিরোধীদের জব্দ করার চেষ্টা এবং দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে গ্রেফতারের তীব্র নিন্দা করে অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি দেওয়া হয়েছে। প্রথম থেকেই কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে বাজপা বিরোধী আঞ্চলিক দলগুলির সঙ্গে সহমত পোষণ না করে চিঠিতে সই করতে অস্বীকার করেছিল কংগ্রেস। কংগ্রেসের সঙ্গে প্রথমে এক দলে ছিল বামেরাও। গতকাল কার্যত বাধ্য হয়ে নিজেদের অবস্থান থেকে সরে এসে আঞ্চলিক রাজনৈতিক দলগুলির সঙ্গে এক ছাতার তলায় এসে মোদিকে চিঠি পাঠাতে বাধ্য হন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এবারে কংগ্রেসের ওপরে আস্থা হারিয়ে বিরোধীদের চিঠির সুরেই মোদিকে চিঠি পাঠালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে চিঠি লিখেছেন, তাতে লেখা, আমি অত্যন্ত দুঃখিত এবং হতাশ যে থিরু মণীশ সিসোদিয়া, যিনি দিল্লির নির্বাচিত উপমুখ্যমন্ত্রী, তাঁকে ভুয়ো অভিযোগে গ্রেফতার করা হয়েছে এবং তাঁকে এত অত্যাচার, চাপের মধ্যে থাকতে হচ্ছে। বিচারব্যবস্থার সমস্ত ক্ষমতাকে জানালা দিয়ে ছুঁড়ে ফেলা হয়েছে এবং শাসক দলের সন্তুষ্টির জন্য আইন ব্যবস্থার অপব্যবহার করা হচ্ছে।

বিরোধী জোটের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে কংগ্রেস

দিল্লির আবগারী নীতি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার গ্রেফতারির পরই একদিকে যেখানে দূরত্ব বাড়িয়েছে কংগ্রেস, সেখানেই কেজরীওয়ালের পাশে দাঁড়াল দেশের প্রায় প্রত্যেকটি ভাজপা বিরোধী রাজনৈতিক দল।
কংগ্রেসের তরফে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহারের অভিযোগ আনা হলেও, সেখানে একবারও মণীশ সিসোদিয়ার কথা উল্লেখ করা হয়নি। এমনকী, সম্প্রতিই ৯ বিরোধী দলের নেতারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্য়বহারের অভিযোগ এনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে চিঠি দিয়েছিল, তাতেও স্বাক্ষর করা থেকে বিরত ছিল কংগ্রেস।
স্বাভাবিকভাবেই আগামী লোকসভা নির্বাচনের আগে জাতীয় রাজনীতিতে ভাজপাকে হারানোর জন্য কংগ্রেস সত্যিই কতখানি আন্তরিক তা নিয়ে সংশয় তৈরি হয়েছে প্রকৃত ভাজপা বিরোধী আঞ্চলিক দলগুলির নেতৃত্বের মধ্যে।

আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভাজপাকে হারানোর জন্য কংগ্রেসের নেতৃত্বে এক জোট হওয়া জরুরি নয়। কংগ্রেসকে তাদের ইচ্ছেমতো নেতা মেনে না নিয়েই আঞ্চলিক দলগুলি নিজেদের ক্ষমতায় ভাজপাকে হারাতে যথেষ্ট। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরে যে দলের কাছে সংখ্যাগরিষ্ঠতা থাকবে ভাজপা বিরোধী দলগুলির ভোট পরবর্তী জোট গঠন করে সেই দলকেই নেতৃত্বের আসনে বসাতে রাজি আঞ্চলিক দলগুলি। ভাজপা বিরোধিতায় কংগ্রেসের আন্তরিকতার অভাব দেখে এই ফর্মুলাতেই নিজ নিজ রাজ্যে শক্তি সঞ্চয় করতে মনোনিবেশ করল দেশের আঞ্চলিক রাজনৈতিক দলগুলি।

প্রসঙ্গত সম্প্রতি বাংলায় সাগর থেকে উপনির্বাচনে ভাজপার সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেস প্রার্থীর জয়ের পরেই মমতার স্পষ্ট ঘোষণা করে দিয়েছিলেন আগামী লোকসভার নির্বাচনে কংগ্রেস অথবা বামেদের সঙ্গে জোট না বেঁধে একাই লড়াই করবে তৃণমূল। মমতার এই ঘোষণা যে কোন বিচ্ছিন্ন বা তাৎক্ষণিক সিদ্ধান্ত নয় তার প্রমাণ মিলতে শুরু করেছেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের পর থেকে যেভাবে কংগ্রেসকে কোন ঠাসা করে রেখে দেশের প্রত্যেকটি আঞ্চলিক দল নিজেদের মধ্যে আলোচনা করে ভাজপা বিরোধিতায় সরব হতে শুরু করল। যেখানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন নিয়মিত মমতার সঙ্গে আলোচনা করে ভাজপা বিরোধী আন্দোলনকে জোরদার করার চেষ্টা চালাচ্ছেন এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব ছুটে আসছেন কলকাতায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here