Last Updated on August 6, 2022 10:55 PM by Khabar365Din
৩৬৫দিন। কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে শুরু হল শুভাপ্রসন্নর মহাভারত নিয়ে দ্বিতীয় সিরিজের প্রদর্শনী। যায় নাম দ্যা মিস্টিক অফ দ্যা এপিক।
শুক্রবার চিত্র প্রদর্শনীর উদ্বোধনে হাজির ছিলেন,রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু, কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটির ডিরেক্টর রিনা দেওয়ান সহ বিশিষ্ট ব্যক্তিরা।শুভাপ্রসন্নর রং তুলিতে ফুটে উঠেছে মহাভারতের এক একটি চরিত্র থেকে আরম্ভ করে গুরুত্বপূর্ণ দৃশ্য ও সময়কাল।
আগামী ৩০শে আগস্ট পর্যন্ত কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি তে সকাল ১১ টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। কয়েক বছর ধরেই মহাভারতকে ক্যানভাসে ফুটিয়ে তুলছেন শুভাপ্রসন্ন। এর আগে ২০২০ সালে মহাভারত নিয়ে প্রথম সিরিজের প্রদর্শনী হয়েছিল।