Last Updated on November 27, 2020 8:26 PM by Khabar365Din
৩৬৫ দিন : রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রাজ্যের সেচ ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। কিছুক্ষণ আগেই মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠান শুভেন্দু। একই সঙ্গে রাজ্যপালকেও পদত্যাগের কথা জানিয়ে দিয়েছেন তিনি। আজ সকালেই শুভেন্দুর নিরাপত্তার দায়িত্বে থাকা পাইলট কার এবং নিরাপত্তা কর্মীদের প্রত্যাহার করে রাজ্য সরকার। চিঠিতে তিনি লেখেন, রাজ্যের মানুষের সেবা করার সুযােগ দেওয়ার জন্য ধন্যবাদ। যদিও তৃণমূলের প্রাথমিক সদস্যপদ অথবা বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার বিষয়ে কিছু জানাননি তিনি। প্রত্যাশিতভাবেই শুভেন্দু অধিকারীর পদত্যাগকে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব।প্রসঙ্গত, গত বেশ কয়েক মাস ধরেই দলনেত্রী এবং তৃণমূলের পতাকা ছাড়াই দলের সঙ্গে কোনাে রকম আলােচনা না করে বিভিন্ন জেলায় একের পর এক রাজনৈতিক সমাবেশ করছিলেন শুভেন্দু। পাশাপাশি দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি বিভিন্ন ইস্যুতে প্রকাশ্যেই অনাস্থা প্রকাশ করছিলেন। এর পরে গতকাল হুগলি রিভার ব্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে শুভেন্দু অধিকারীকে সরিয়ে দিয়ে আরাে একবার সেই পদে দায়িত্ব দেওয়া হয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে, শুভেন্দু ঘনিষ্ঠ তৃণমূল বিধায়ক মিহির গােস্বামীর বিজেপিতে যােগদানের সম্ভাবনা আরও প্রবল হল। গতকাল নিজের ফেসবুকে দল ছাড়ার কথা জানানাের পরে আজ সকালেই দিল্লি পৌঁছন কোচবিহার দক্ষিণের বিধায়ক। তাঁকে স্বাগত জানান কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক।