বিধায়ক পদে শুভেন্দুর পদত্যাগ

0

Last Updated on December 17, 2020 1:22 AM by Khabar365Din

৩৬৫ দিন। রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর এ এবারে বিধায়ক পদ থেকেও ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। আজ বিকেলে বিধানসভায় নিজের ইস্তফা পত্র জমা দিতে আসেন শুভেন্দু। অধ্যক্ষ সেই সময় উপস্থিত না থাকায় বিধানসভার সচিবের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়ে যান তিনি। প্রসঙ্গত, ২০১৬ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে দলের টিকিটে তাকে জিতিয়ে রাজ্য মন্ত্রিসভায় জায়গা দিয়েছিলেন মমতা। সম্প্রতি একাধিক কারণে দলের সঙ্গে দূরত্ব বাড়ছিল। নভেম্বরের ২৭ তারিখ মন্ত্রিত্ব ছাড়েন শুভেন্দু অধিকারী। তার আগেই ছেড়ে দিয়েছিলেন এইচ আর বি সি চেয়ারম্যান পদ, হলদিয়া উন্নয়ন পর্ষদ এবং সমবায় ব্যাংকের দায়িত্ব। যদিও আজ বিধানসভা সচিবালয় এসে নিজের লেটারহেড এ হাতে লেখা ইস্তফা পত্রে ইস্তফা দেওয়ার কোনাে কারণ দেখাননি শুভেন্দু।এ প্রসঙ্গে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, বিধানসভায় গিয়ে পদত্যাগপত্র দেখব। পদত্যাগপত্র দেখে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। বুধবার অত্যন্ত নাটকীয়ভাবে বিধানসভায় পৌঁছন শুভেন্দু অধিকারী। তিনি সাধারণত যে গাড়ি ব্যবহার করে থাকেন, এদিন তাতে নয়, অন্য একটি গাড়িতে আচমকাই বিধানসভার গেটে পৌঁছন শুভেন্দু অধিকারী। ঢাকা ছিল গাড়ির কাচ। সঙ্গে ছিলেন পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখে পাধ্যায়।বিধানসভা থেকে বেরােনাের পরে তিনি রওনা দেন পানাগরের সাংসদ সুনিল মন্ডলের বাড়ির উদ্দেশ্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here