দেহরক্ষীর রহস্যমৃত্যুর তদন্তে হাইকোর্টের রায়ে আতঙ্কিত শুভেন্দু আপাতত স্বস্তিতে

0

Last Updated on September 7, 2021 12:16 AM by Khabar365Din

৩৬৫ দিন। প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর খুনের তদন্তে রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর সিআইডির নোটিশের সাড়া না দিয়ে গ্রেফতার হওয়ার আতঙ্কে হাইকোর্টে ছুটেছিলেন শুভেন্দু অধিকারী। ভয় ছিল সিআইডি হয়তো তাঁকে গ্রেফতার করতে পারে। এরপরই প্রত্যাশিতভাবে হাইকোর্ট থেকে বিচারপতি রাজ শেখর মান্থা শুভেন্দু অধিকারীর আবেদনের সায় দিয়ে জানিয়ে দেন এখনই কোন মামলায় গ্রেপ্তার করা যাবেনা শুভেন্দু অধিকারীকে। যদিও তদন্তের প্রয়োজনে সিআইডি অথবা রাজ্য পুলিশ প্রয়োজন বোধ করলে তাদের জিজ্ঞাসাবাদের মুখে হাজিরা দিতে হবে নব্য ভাজপা নেতা শুভেন্দু অধিকারীকে।

আদালতে অ্যাডভোকেট জেনারেল তাঁর সওয়ালে বলেন, শুভেন্দু কেন তদন্ত আটকানোর চেষ্টা করছেন ? সব ক্ষেত্রে তো তিনি মূল অভিযুক্ত নন।তাঁকে সাক্ষী হিসেবে ডাকা হচ্ছে। তাঁর উচিত তদন্তে সাহায্য করা। তিনি কেন ভাবছেন তাঁকে গ্রেফতার করা হবে ? এর পরেই গ্রেপ্তার হওয়ার আতঙ্কে আতঙ্কিত শুভেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে বিচারপতি নন্দীগ্রামে মারধর, তমলুকের পুলিস সুপারকে হুমকি ও পাশকুঁড়া ছিনতাই মামলায় আপাতত স্বস্তি দেন শুভেন্দুকে। তবে দেহরক্ষীর খুন ও মানিকতলা চাকরি প্রতারণা মামলার তদন্ত চলবে। তবে আদালতের নির্দেশ ছাড়া গ্রেফতার করা যাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here