Last Updated on September 6, 2021 12:42 AM by Khabar365Din
৩৬৫ দিন। ভাজপা নেতা শুভেন্দু অধিকারীকে আগামীকাল সোমবার ভবানীভবনে তলব করেছে সিআইডি। শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারীর বয়ান রেকর্ড করার জন্যেই ভাজপা নেতাকে ভবানী ভবন এর তলব করা হয়েছে। সিআইডি সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর পাশাপাশি সিআইডির তরফে শুভেন্দুর গাড়ির চালককেও তলব করেছে সিআইডি। একইসঙ্গে ভাজপা নেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ সঞ্জয় শুক্লা নামে এক ব্যবসায়ীকেও আগামীকাল সিআইডি তরফে ভবানী ভবনে তলব করা হয়েছে। শুভেন্দুর গাড়ির চালক এবং শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ ব্যবসায়ী সঞ্জয় শুক্লার বয়ান রেকর্ড করবে সিআইডি।
শুভব্রত চক্রবর্তীর রহস্য মৃত্যুর ঘটনায় শুভেন্দু অধিকারীর বয়ানের সঙ্গে তার গাড়ির চালক এবং সঞ্জয় শুক্লার বয়ানের মধ্যে মিল খুঁজে পাওয়া জন্যই এই তিনজনকে একই দিনে ঝগড়া করতে চায় সিআইডি, তাই আগামীকাল সোমবার ভবানী ভবনে শুভেন্দু, তার গাড়ির চালক এবং সঞ্জয় শুক্লাকে তলব করা হয়েছে। প্রসঙ্গত, সিআইডি দায়িত্বভার গ্রহণের পর থেকে একাধিক ব্যক্তির বয়ানে ভিন্ন মত পেয়েছে বলে সূত্রের খবর। শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর রহস্য মৃত্যুর অনেক পরে তার স্ত্রী পুলিশে অভিযোগ জানান, তার স্বামীর খুনের পিছনে নিশ্চিত ভাবে কোন রহস্য রয়েছে। এক্ষেত্রে শুভেন্দু অধিকারীর প্রভাবশালী তত্ত্ব সামনে নিয়ে আসেন মৃত দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর স্ত্রী। শুভেন্দুর বর্তমান দেহরক্ষী, শুভব্রত চক্রবর্তীর বন্ধুবান্ধব, তার পাড়ার বাসিন্দা, শুভেন্দুর বাড়ির কাজের লোক সহ শুভেন্দুর ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বয়ানে অমিল খুঁজে পেয়েছে সিআইডি।