আফগানিস্থান তালিবান দখলে,তালিবান জঙ্গিদের আধিপত্য ভারতের জন্য ভয়ঙ্কর

0

Last Updated on August 13, 2021 11:44 PM by Khabar365Din

খবরের সূত্র: আল জাজিরা


৩৬৫ দিন। ইসলামাবাদ। ঘোর দখলের পর এদিন আফগানিস্তানের হেরথ প্রদেশ ও কান্দাহারের দখল নিল তালিবানরা। তাদের হুমকি সাত দিনের মধ্যে তারা কাবুল দখল করে আফগানিস্তানের শাসন ক্ষমতা নিয়ে নেবে। প্রেসিডেন্ট আশরাফ গনি আমেরিকার সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি পদত্যাগ করেননি। আজ বা আগামীকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রেসিডেন্ট হাউস সূত্রে পাওয়া খবর, বাইডেন প্রশাসন সেনা সাহায্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। সংশ্লিষ্ট প্রতিবেশী রাষ্ট্রের প্রতিনিধিরা দোহাতে তালিবানদের সঙ্গে শান্তি আলোচনার সূত্র খুঁজতে বসেছে। সেই বৈঠকে প্রতিনিধিত্ব করছে ভারত। তালিবান ক্ষমতাশালী হওয়া মানে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইসলামিক জঙ্গী সংগঠনের ক্ষমতা বৃদ্ধি। এদের টার্গেট লিস্টে যেমন ইউরোপ, আমেরিকা তেমন ভারতে রয়েছে। ফলে ভারত পুরো পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রেখেছে।

তালিবান জঙ্গী সংগঠনের তরফের দাবি করা হয়েছে, বেশ কয়েক জন প্রাদেশিক গভর্নর তাদের সঙ্গীসাথী নিয়ে তাদের সঙ্গে যোগ দিয়ে সরকারের বিপক্ষে আন্দোলনে নেমেছে। রাষ্ট্রপুঞ্জ এক বিবৃতিতে বলেছে, আফগান সরকারের সেনাবাহিনীর বিরুদ্ধে তালিবান জঙ্গিদের লড়াই এক নিষ্ঠুর ও ভয়াবহ গৃহযুদ্ধে ঠেলে দিয়েছে গোটা দেশকে। সবচেয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে আফগানিস্তানের অল্পবয়সী মেয়েরা। তালিবানরা ফতোয়া দিয়েছে যে, তাদের জঙ্গি পুরুষদের সঙ্গে অবিবাহিতদের বিয়ে দেবে তারা। স্বাভাবিকভাবে বিশ্বের সর্বস্তরের মানবাধিকার সংগঠন তালিবানদের নিষ্ঠুরতার বিরুদ্ধে সরব। তালিবানদের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, বিদেশি নাগরিক, দূতাবাসকর্মী এবং এনজিও তাদের টার্গেট লিস্টে নেই। যদিও পরিস্থিতির অবনতি দেখে বিভিন্ন দেশ তাদের দূতাবাস থেকে কর্মীদের ফিরিয়ে আনা শুরু করে দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here