Last Updated on June 30, 2023 7:44 PM by Khabar365Din
পদ্মপালের বিরুদ্ধে স্টালিনের লড়াইকে সমর্থন তৃণমূল , শিবসেনার
৩৬৫ দিন। চেন্নাই। মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়াই রাজ্যের নির্বাচিত রাজ্য সরকারের মন্ত্রিসভা থেকে একজন মন্ত্রীকে বরখাস্ত করার বিজ্ঞপ্তি জারি করা হয়ে গিয়েছিল রাজভবন থেকে। কিন্তু সম্পূর্ণ অসংবিধানিক এবং বেআইনিভাবে মুখ্যমন্ত্রী বা নির্বাচিত রাজ্য সরকারের লিখিত সুপারিশ ছাড়া এইভাবে একজন মন্ত্রীকে বরখাস্ত করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে সরাসরি আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তারপরেই গভীর রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ধমক খেয়ে মন্ত্রীকে বরখাস্তের নির্দেশিকা আপাতত বাতিল করতে বাধ্য হলেন তামিলনাড়ুর পদ্মপাল টি এন রবি। যদিও গতকাল সন্ধ্যেবেলা বালাজিকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার নোটিশ জারি করে লিখেছিলেন, নিয়োগ দুর্নীতি এবং আর্থিক তছরুপের মতো গুরুতর একাধিক অভিযোগের কারণে বর্তমানে জেল খাটছেন ভি সেন্থিল বালাজি। এই পরিস্থিতিতে তাঁকে মন্ত্রিসভায় রাখা সম্ভব নয়। তাঁর মন্ত্রিত্ব খারিজ করা হচ্ছে।
বাংলা থেকে শুরু করে তামিলনাড়ু – দেশের যে সমস্ত রাজ্যের ভাজপা বিরোধী রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে সেখানেই রাজভবন থেকে সমান্তরাল প্রশাসন চালানোর স্ট্র্যাটেজি নিয়েছে কেন্দ্রের ভাজপা সরকার। সেই স্ট্র্যাটেজি মেনে গতকাল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন অথবা তার মন্ত্রিসভার লিখিত অনুমতি ছাড়া কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে থাকা রাজ্যের মন্ত্রী বালাজিকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার বিজ্ঞপ্তি জারি করেন তামিলনাড়ুর পদ্মপাল। কিন্তু স্ট্যালিন আইনিপথে লড়াইয়ের হুঁশিয়ারি দেওয়ার কিছুক্ষণ পরেই মধ্যরাতে শুরু হয় নাটক।
মধ্যরাতের টানটান নাটকে স্টালিনের বক্তব্য জানার পরেই তামিলনাড়ুর পদ্মপাল টি এন রবিকে ধমক দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরে আচমকাই ১৮০ ডিগ্রি ভোলবদল করে নিজের সিদ্ধান্ত স্থগিত করলেন তিনি। জানা গিয়েছে, রাতেই শেষ পর্যন্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে এই ইস্যুতে কথা বলেছেন রাজ্যপাল আরএন রবি। কেবলমাত্র মুখ্যমন্ত্রীই নয়, শোনা গিয়েছে, সেন্থিল বালাজির মন্ত্রিত্ব পদ কাড়ার সিদ্ধান্ত নিয়ে এবার রাজ্যপাল আলোচনা করবেন অ্যাটর্নি জেনারেলের সঙ্গেও।
জানা গিয়েছে কেন্দ্রীয় আইন মন্ত্রকের পক্ষ থেকে তামিলনাড়ুর রাজ্যপাল কে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী যদি এই ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাহলে রাজ্যপালের সিদ্ধান্ত প্রত্যাহার করা ছাড়া উপায় থাকবে না।
তীব্র প্রতিবাদ তৃণমূল ও শিবসেনার
সংবিধানিকভাবে নিয়মতান্ত্রিক পদে বসে থাকা সত্ত্বেও বাংলা এবং তামিলনাড়ুর মতো বিরোধী শাসিত রাজ্যগুলিতে যেভাবে রাজভবন থেকে সমান্তরাল প্রশাসন চালানোর অপচেষ্টা চালাচ্ছে কেন্দ্রের ভাজপা সরকার তার তীব্র বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল আম আদমি পার্টি এবং উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা। তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলে বলেন, সংবিধানে স্পষ্ট ভাষায় বলা রয়েছে রাজ্যে নির্বাচিত সরকার অথবা নির্বাচিত মুখ্যমন্ত্রীর কাছ থেকে লিখিত অনুমতি ছাড়া বা সুপারিশপত্র ছাড়া রাজ্যপাল নিজে থেকে রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ অথবা সংকোচন যেমন করতে পারেন না ঠিক তেমনভাবেই কোন মন্ত্রীকে বরখাস্ত করার অধিকার নেই রাজ্যপালের।