তথাগত’র তীব্র তােপ নেতৃত্বকে ‘বাঙালি সংস্কৃতিটাই ওরা জানে না’

0

Last Updated on May 6, 2021 12:47 AM by Khabar365Din

৩৬৫ দিন। শিব প্রকাশ, অরবিন্দ মেনন বা কৈলাস বিজয়বর্গীয়রা কোনদিনই বাংলার সংস্কৃতি বুঝতে পারেনি। বিধানসভা নির্বাচনে কনসলেশন প্রাইজ হিসেবে ৭৭ টি আসন পেয়ে এখন বগল বাজাচ্ছে ভাজপা-র কেন্দ্রীয় নেতারা, বুধবার ভাজপা-র বহিরাগত নেতাদের ফের একবার তীব্র আক্রমণ করেছেন তথাগত রায়। ভাজপা-র প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় সরাসরি আক্রমণ করে বলেন, একাধিক জায়গায় যে কায়দায় প্রার্থী নির্বাচন করা হয়েছে, তা ভুল। রবীন্দ্রনাথ ভট্টাচার্যের দলবল কয়েকদিন আগেও বিজেপি ছেলেদের মেরেছে, এরপরও প্রার্থী তালিকা ঘােষণার কয়েক ঘণ্টা আগে তাকে প্রার্থী করা হয়। উল্লেখ্য, মঙ্গলবারই ভাজপা-র টালিগঞ্জ ব্রিগেডকে তীব্র আক্রমণ করেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। টুইটারে তথাগত রায় জানান, কিভাবে প্রার্থী তালিকায় টালিগঞ্জের শ্রাবন্তী, পায়েল, পার্নো মিত্ররা জায়গা পেল তা নিয়ে ভাজপা-র কেন্দ্রীয় নেতৃত্ব শিব প্রকাশ, কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন থেকে শুরু করে রাজ্য ভাজপা সভাপতি দিলীপ ঘােষদের তীব্র আক্রমণ করেছিলেন তথাগত রায়। ভাজপা টালিগঞ্জ টিমকে খনগরীর নটীরাখ হিসেবে আখ্যা দিয়ে তথাগত রায় কড়া ভাষায় আক্রমণ করে জানান, এরা নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেরিয়েছেন। এদের টিকিট দিয়েছিল কে? কেনইবা দেওয়া হয়েছিল এই প্রশ্ন তুলে দিলীপ ঘােষ থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের কাঠগড়ায় তুলেছিলেন তথাগত রায়। প্রসঙ্গত, এবার ভােটে প্রথম থেকেই রাজ্য ভাজপা-র আদি নেতাদের নির্বাচনী কাজ থেকে বহুদূরে সরিয়ে রেখেছিল কেন্দ্রীয় ভাজপা নেতৃত্ব। সূত্রের খবর, তথাগত রায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হতে ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাঁর বদলে দিল্লির বহিরাগত ভাজপা নেতারা রুদ্রনীল ঘােষকে এই কেন্দ্রের প্রার্থী করেন। ভবানীপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী শােভনদেব চট্টোপাধ্যায়ের কাছে ২৮ হাজার ৭১৯ ভােটে পরাজিত হন। এভাবেই বাংলার সংস্কৃতি, বাংলার মানুষের মন বুঝে উঠতে না পেরেই, একাধিক আসনে সামঞ্জস্যহীন ভাবে প্রার্থী তালিকা তৈরি করে ভাজপা-র কেন্দ্রীয় নেতৃত্ব। ক্ষোভের বহিঃপ্রকাশ প্রার্থী তালিকা ঘােষণার পরপরই হয়েছিল, হুগলি, উত্তরবঙ্গতে পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী মােতায়েন করা হয়। সেই ক্ষোভ এবার সরাসরি উগরে দিয়েছেন তথাগত রায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here