কলকাতায় বসে বিদেশে প্রতারণা,টেকনিক্যাল সাপোর্টের নামে জালিয়াতি

0

Last Updated on July 19, 2022 7:54 PM by Khabar365Din

৩৬৫ দিন।ফের সাইবার প্রতারণা শহরে।এবার ফাঁদে পড়েন কানাডার মহিলা।তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিমেষে প্রায় ৩৩ হাজার কানাডিয়ান ডলার হাতিয়ে নেয় ওই সাইবার জালিয়াত।কানাডার পুলিশের কাছে অভিযোগ দায়ের হওয়ার পর বিদেশ মন্ত্রক থেকে সিবিআই হয়ে সেই অভিযোগ এসে পৌঁছয় কলকাতা পুলিশের কাছে।

পুলিশ জানতে পারে যে, জামতাড়ার আদলে কলকাতায় বসেই বিদেশে জালিয়াতির ফাঁদ পেতেছে জালিয়াত।তাতেই হাতিয়ে নিয়েছে প্রায় কুড়ি লক্ষ টাকা।তদন্ত করে ওই জালিয়াতকে গ্রেফতার করেন লালবাজারের সাইবার থানার পুলিশ আধিকারিকরা।পুলিশ সূত্রে খবর,সাইবার জালিয়াতের নাম ইজাজ আহমেদ।সে পূর্ব কলকাতার ফুলবাগান এলাকার বাসিন্দা।কয়েক মাস আগে কানাডার ওই মহিলার কাছে ফোন আসে।

এক ব্যক্তি নিজেকে একটি বহুজাতিক সংস্থার কর্মী বলে পরিচয় দেয়। সফটওয়্যার সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে তাঁকে সাহায্য করার প্রতিশ্রুতি দেওয়া হয়।মহলা রাজি হলে তাঁর হোয়াটস অ্যাপে একটি লিংক পাঠিয়ে অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। তিনি নিজের মোবাইলে ওই অ্যাপটি ডাউনলোড করেন। বুঝতে পারেননি যে,সেটি ‘মিরর অ্যাপ।তাঁর মোবাইলের দখল নেয় সাইবার জালিয়াত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here