Adipurush: প্রভু রাম যেখানে হনুমানজিও সেখানে , বজরং দল শর্ত চাপালো, আদিপুরুষ এর হলে একটি সিট হনুমানজির

0

Last Updated on June 7, 2023 9:36 PM by Khabar365Din

৩৬৫ দিন। বাহুবলীকে বাঁচিয়ে দিল বজরংবলী। ৫৫৫ কোটি টাকার ছবিকে ঘাড়ে করে পাড় করে দেবে বজরংবলী। স্বয়ং বীর হনুমান সিনেমা হলে থাকলে প্রভাসের আদিপুরুষ সিনেমাকে আটকায় কে? তাই সব ঝামেলা,মামলা,হইচই,হল ভাঙচুর ইত্যাদি ইত্যাদি আটকাতে সারা দেশের সব কয়টি সিনেমা হলে,প্রতিটা শো তে একটি করে আসন বজরংবলীর জন্য সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নিল টিম আদিপুরুষ। বজরংবলীর জন্য দর্শক আসন নির্দিষ্ট থাকবে শুনে খুশি বজরং দল। উৎফুল্ল বিশ্ব হিন্দু পরিষদ সহ ১৩ টি হিন্দুত্ববাদী সংগঠন। উত্তরপ্রদেশের চারটি সংগঠন প্রযোজকদের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলেছে, আদিপুরুষ সিনেমা এই দেশের মানুষের কাছে পুরুষোত্তম শ্রী রামের মহান কীর্তি প্রতিষ্ঠা করুক এটাই চাই। অন্যদিকে অযোধ্যার রাম জন্মভূমি কমিটি জানিয়েছে,আগামী প্রজন্মের কাছে এই ছবিকে পৌঁছে দিতে হবে। প্রশাসন ও সরকার যেন উদ্যোগ নেন। নিঃসন্দেহে প্রভাস ও তাঁর প্রযোজকদের এই দুর্দান্ত মাস্টারস্ট্রোক এক ঢিলে এক ডজনের বেশি পাখি মেরেছে। ভাজপা শাসিত প্রায় সব কটি রাজ্য ছাড়াও আরো সাত রাজ্যে এই ছবি করমুক্ত হয়ে যেতে পারে, এমনটাই ধারণা বিশেষজ্ঞের। একই সঙ্গে দলে দলে সব রাম ভক্তকে এই ছবি দেখার আহ্বান করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো।

১. গত আট মাস ধরে এই ছবি নিয়ে প্রচুর ঝামেলা ও রাজনৈতিক আন্দোলন হয়েছে। ওম রাউতের চিত্রনাট্য ও পরিচালনায় সম্পূর্ন ভিফেক্স প্রযুক্তিতে তৈরি এই ছবির ভিত্তি বাল্মীকির রামায়ণ। বিশাল বাজেটের এই ছবির নির্মাণের শুরু থেকেই নানা ঝামেলা চলছিল। প্রথমত এই ছবিতে সইফ আলী খানকে নির্বাচন করা মাত্র দেশ জুড়ে এই ছবিকে বয়কটের ডাক দেয় হিন্দুত্ববাদী সংগঠনগুলো। তাদের স্পষ্ট দাবি ছিল,কেন অন্য ধর্মের একজন অভিনেতা আদিপুরুষ রামের ছবিতে অভিনয় করবেন? অনেক ঝামেলার পরে যখন প্রকাশ্যে আসে যে সইফ আলী খান রাবণের চরিত্রে অভিনয় করবেন,অভিনন্দন জানায় বজরং দল।

২. ২০১৫ সালে বাহুবলী সিনেমা মহা সুপারহিট হওয়ার পর থেকে দক্ষিণের তারকা প্রভাসের সব কটি বিগ প্রজেক্ট ফ্লপ। খরচের টাকা তুলতে পারেনি ছবিগুলো। তাই শ্রী রামকে নিয়ে আদিপুরুষ প্রভাসের কাছে ডু ওর ডাই প্রজেক্ট। ইতিমধ্যেই বাজেট অতিক্রম করে ৫৫০ কোটি ছুঁয়েছে এই থ্রিডি অ্যানিমেশন প্রযুক্তির ছবি। ঠিক যেমন জেমস ক্যামেরনের অবতার ছবিটি। কিন্তু শুরুর পর থেকেই নানা ঝামেলায় পড়েছিল ছবিটি। ছবির কাস্টিং কোনও মতে শেষ হওয়ার পরে প্রথম লুক সামনে আসতেই দ্বিতীয় ঝামেলার সূত্রপাত। যেটা মামলা অবধি গড়ায়। এবার অভিযোগ আরও গুরুতর। পোস্টারে দেখা যায় সীতার কপালে সিঁদুর নেই! একই সঙ্গে পুরুষোত্তম শ্রী রামের শরীরে পৈতে নেই! এই অভিযোগে মুম্বাইয়ের সাকিনাকা থানায় মামলা রুজু করেন সঞ্জয় দীননাথ চৌধুরী নামের এক ব্যক্তি। হাইকোর্ট পর্যন্ত গড়ায় এই মামলা। প্রযোজকদের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, শ্রী রামের ওই দৃশ্যটা যুদ্ধের প্রস্তুতির, তাই যুদ্ধ কবচ তাঁর শরীরে। অনেক জল ঘোলার পরে যুক্তি গ্রাহ্য হয় কট্টরপন্থীদের কাছে।

প্রযোজক সহ ছবির অন্যতম সহ প্রযোজক দক্ষিণের বাহুবলী খ্যাত প্রভাস ঘোষণা করেছেন,১৬ জুন ছবি মুক্তি পাচ্ছে এবং সারা দেশের প্রতিটি হলে প্রতি শোতে একটি করে আসন নির্ধারিত থাকবে বজরংবলীর জন্য,কারণ আমরা জানি যেখানে প্রভু রাম থাকেন,সেখানে অবশ্যই তিনি থাকবেন। তাঁর শ্রদ্ধার জন্যই ওই একটি আসন বিক্রি করা যাবে না। এর জন্য যদি আর্থিক ক্ষতি হয় হোক, কোনও পরোয়া নেই। রাম – সীতা আর বজরংবলীর জন্য এটাই শ্রদ্ধাজ্ঞাপন আমাদের।
বীর হনুমানের কাঁধে চেপে অনায়াসে আদিপুরুষ বক্স অফিসের বৈতরণী পার করে ফেলবে,এটা জলের মত পরিস্কার।

হাতে মাত্র আর ১০ দিন । তাই জোরকদমে প্রচার চলছে । এরই মধ্যেই একটি বিশেষ ঘোষণা করলেন ‘আদিপুরুষ’-এর নির্মাতারা । তাঁরা জানিয়েছেন, প্রত্যেক প্রেক্ষাগৃহে একটি আসনের টিকিট বিক্রি হবে না । আসলে ওই আসন উৎসর্গ করা হবে ভগমান হনুমানকে । এক প্রচলিত বিশ্বাস থেকে এমন সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ।
একটি বিবৃতিতে নির্মাতারা জানিয়েছেন, ‘যেখানেই রামায়ণ পাঠ করা হয় সেখানেই ভগবান হনুমান উপস্থিত হন। এটা আমাদের বিশ্বাস। এই বিশ্বাসের প্রতি সম্মান রেখে, প্রত্যেক প্রেক্ষাগৃহ যেখানে প্রভাসের রাম-অভিনীত আদিপুরুষ দেখানো হবে, একটি করে আসন সংরক্ষিত রাখা হবে রামভক্ত হনুমানের জন্য, বিক্রি করা হবে না সেই আসন।’ উল্লেখ্য, ছবিটি তেলুগু, হিন্দি, তামিল, মালায়লাম এবং কন্নড় এই পাঁচটি ভাষায় পর্দায় দেখা যাবে ।
সম্প্রতি তিরুপতির তিরুমালা মন্দিরে আশীর্বাদ নিতে পৌঁছেছিলেন প্রভাস। সাদা কুর্তা-পাজামা পরে লাল সিল্কের শাল নিয়ে মন্দিরে পুজো দিতে যেতে দেখা যায় তাঁকে । রামের চরিত্রে অভিনয় করছেন প্রভাস । সীতার ভূমিকায় দেখা যাবে কৃতি স্যাননকে। আর রাবণ সইফ আলি খান।