Spain: স্পেনে রওনা দিলেন মুখ্যমন্ত্রী, স্পেনের বণিক সভার সঙ্গে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বিনিয়োগ নিয়ে বৈঠক, অন্যদিকে লা লিগার সঙ্গে বাংলার ফুটবল চুক্তি

0

Last Updated on September 12, 2023 6:55 PM by Khabar365Din

৩৬৫ দিন। আগামী নভেম্বর মাসে বাংলায় বসছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর। তার আগেই স্পেনের একাধিক বণিক সভার পক্ষ থেকে এবং স্পেন সরকারের বিশেষ আমন্ত্রণে স্পেন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দীর্ঘ পাঁচ বছর পরে কোন বিদেশ সফরে যাচ্ছেন মমতা। এর মাঝে বিভিন্ন দেশের পক্ষ থেকে মমতাকে আমন্ত্রণ জানানো হলেও কেন্দ্রের মোদি সরকার বিদেশ সফরের অনুমতি দেয়নি মমতাকে। আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পরে স্পেন সফর সম্পর্কে বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী।
মমতা বলেন, আমরা কাল সকাল বেলা যাব। কাল দুবাইতে থাকবো। কারণ কাল ওখান থেকে কানেক্টিং ফ্লাইট নেই। পরশুদিন ওখান থেকে আমরা মাদ্রিদ যাব। মাদ্রিদে আমাদের বিজনেস সামিট নিয়ে তিন দিনের প্রোগ্রাম আছে। প্রবাসী ভারতীয়দের সঙ্গে বৈঠকসহ আরো অনেক প্রোগ্রাম রয়েছে। তারপরে ওখান থেকে আমরা ট্রেনে বার্সেলোনা যাব। বার্সেলোনাতেও আমাদের ওখানে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের জন্য দু-তিন দিনের প্রোগ্রাম রয়েছে। বার্সেলোনা থেকে আমরা দুবাইতে ফিরব আবার। দুবাইতে ও বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের বৈঠক রয়েছে। ওখানে প্রবাসীদের সঙ্গে একটা বৈঠক করবো।

দেড় দিন দুবাইতে থেকে আমরা ২৩ তারিখ ফিরে আসবো। তবে বাংলা ছেড়ে যে তিনি বেশি দূরে বেশি দিনের জন্য যেতে চান না সেই বিষয়টিও স্পষ্ট করে দিয়ে মমতা বলেন, আমি কিন্তু যাচ্ছি পাঁচ বছর পরে। যদিও এর মাঝে অনেক জায়গা থেকে অনেক আমন্ত্রণ ছিল। এখনো বহু আমন্ত্রণ রয়েছে। আমি আসলে বেশি দূরে যেতে চাই না কারণ জরুরী কোন প্রয়োজনে যাতে আমি ফিরে আসতে পারি। তবে স্পেন এবারে কলকাতা বইমেলায় আমাদের আমন্ত্রণ করেছিল। ২১, ২২ ২৩ নভেম্বর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন রয়েছে। সেখানেও স্পেন পার্টনার কান্ট্রি হিসেবে অংশ নেবে বলে আশা রাখছি। তাছাড়াও ফিল্ম ফেস্টিভ্যালে তারা আসেন‌। স্পেনের ফিল্ম ফুটবল পেইন্টিং গোটা বিশ্ব জুড়ে ভীষণ জনপ্রিয়। গোটা বিশ্বজুড়েই স্পেনের ম্যানুফ্যাকচারিং শিল্প খুব গুরুত্বপূর্ণ। হোপ ফর দ্য বেস্ট।

এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে রাজ্যের প্রশাসনিক কাজকর্ম এবং কোন জরুরী পরিস্থিতির সৃষ্টি হলে তা মোকাবিলার জন্য বিভিন্ন দপ্তরের সঙ্গে আজ বৈঠকের বিষয় মমতা বলেন, আপনারা সবাই ভাল থাকবেন এবং সবাইকে দেখে রাখবেন। আমার অবর্তমানে এমন কিছু ঘটনা যদি কেউ ঘটায় .. তবে আমি যাওয়ার আগে যেহেতু বর্ষার মরশুম, সেই কারণে প্রশাসনিক যাবতীয় বিষয় মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব পুলিশ কমিশনার সিআইডি সহ সকলকে নিয়ে বৈঠক করে তাদের কাজ বুঝিয়ে দিয়েছি। যেহেতু মুখ্যসচিবও যাচ্ছেন তাই স্বরাষ্ট্র সচিব দায়িত্বে থাকবেন। বাদবাকি সকলে রয়েছেন। মন্ত্রিসভার রদবদলের ফাইলটা রাজ্যপাল গতকাল রাতে সই করে দিয়েছেন আমরা সেটা আজকে প্রকাশ করে দিয়েছি।

মমতাকে আমন্ত্রণ লা লিগা প্রেসিডেন্টের

প্রসঙ্গত দীর্ঘকাল ধরেই স্প্যানিশ ফুটবল গোটা পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয়। স্পেন সরকারের পক্ষ থেকে আমন্ত্রণের পাশাপাশি মমতাকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় ফুটবল লিগ লা লিগার প্রেসিডেন্ট। ভারতীয় ফুটবলের মক্কা হিসেবে পরিচিত কলকাতা তথা বাংলার ফুটবলের উন্নতিকল্পে স্পেনের বিশ্বখ্যাত ফুটবল লিগ লা লিগার সঙ্গে রাজ্য সরকারের একটি সমঝোতা চুক্তি সাক্ষরিত হতে পারে। স্পেনে পৌঁছে আগামী বৃহস্পতিবার তিনি লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভেজের সঙ্গে বৈঠকে বসবেন বলে লিগার এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে। ওই বৈঠকে কলকাতার তিন প্রধান ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল , মোহনবাগান ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্তারাও উপস্থিত থাকবেন। দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও বৈঠকে থাকবেন। বিশেষত ওই বৈঠকে উপস্থিত থাকতেই সৌরভ লন্ডন থেকে মাদ্রিদে আসবেন। জানা গিয়েছে, এই বৈঠকে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীরও উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু, সম্প্রতি তিনি পুত্রসন্তানের বাবা হওয়ায় সফরে অংশ নিতে পারছেন না।