Last Updated on September 26, 2023 6:00 PM by Khabar365Din
সৌগত মন্ডল
৩৬৫ দিন। বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর আন্তর্জাতিক সাংস্কৃতিক হেরিটেজের স্বীকৃতি পাওয়ার পর থেকেই বহু চিনা নাগরিক এখানকার পূজোয় অংশ নেওয়ার জন্য এবং বেড়াতে আসার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। এমনকি বাংলার দুর্গা পুজো ঘিরে যে বিপুল বাণিজ্যিক লেনদেন হয় সেখানে বিনিয়োগ করতেও আগ্রহী চীনের বহু শিল্পপতি। কিন্তু ভারতের সঙ্গে চীনের সরাসরি বিমান যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে থাকায় তারা আসতে পারছেন না বাংলায়। এমন আক্ষেপের কথা জানালেন কলকাতায় নিযুক্ত চীনের কনসাল জেনারেল ঝা লিউ।
বিষয়টি নিয়ে চীনের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে ভারতীয় বিদেশ মন্ত্রকের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলেও জানিয়েছেন কলকাতায় নিযুক্ত চীনের কনসাল জেনারেল।
কলকাতায় চীনের কনস্যুলেটের পক্ষ থেকে 74 তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিষয়টি নিয়ে রীতিমতো আক্ষেপ প্রকাশ করেন কলকাতায় নিযুক্ত চীনের কনসাল জেনারেল ঝা লিউ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান পি মোহন গান্ধী।
কলকাতা নিযুক্ত চীনের কনসাল জেনারেল বলেন, কয়েকদিন আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে স্পেন এবং দুবাইতে গিয়ে বিনিয়োগের জন্য বিভিন্ন বাণিজ্য সম্মেলন করেছেন তা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। বিশেষ করে গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের রাস্তাঘাট থেকে শুরু করে যাবতীয় পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার দুর্দান্ত কাজ করেছে।
সরাসরি বিমানের অভাবে থমকে বিনিয়োগ
বছর কয়েক আগেই কলকাতা এসে মমতার সঙ্গে বৈঠক করে বাংলায় চীনের শিল্পপতিদের বিনিয়োগ করার বিষয়ে আগ্রহের কথা জানিয়েছিলেন চীনের উপরাষ্ট্রপতি। কিন্তু তারপর থেকে পরিস্থিতি বদলে গিয়েছে অনেকটাই। বর্তমানে গোটা ভারতবর্ষ থেকেই সরাসরি চীনে যাওয়ার কোন বিমান যোগাযোগ নেই। বাংলায় এবং বিশেষ করে রাজারহাটের নির্মীয়মান বেঙ্গল সিলিকন ভ্যালিতে চীনের প্রথম সারির বেশ কিছু তথ্যপ্রযুক্তি সংস্থা বিনিয়োগ করতে আগ্রহী হলেও সরাসরি বিমানের অভাবে এবং চীনা শিল্পপতিদের ভারত সরকার ভিসা দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করছে বলেও আক্ষেপ করেন কলকাতায় নিযুক্ত চীনের কনসাল জেনারেল। তিনি বলেন, শুধুমাত্র কলকাতায় চীনের কনসুলেট থেকে চলতি বছরে ভারতীয় আবেদনকারীরা ভিসা পেয়েছেন সাত হাজারের বেশি। কিন্তু বাংলায় দুর্গাপূজো দেখতে উৎসাহী চীনের পর্যটকরা আসতে পারছেন না শুধুমাত্র সরাসরি বিমান পরিষেবা নেই বলে। এমনকি কলকাতায় যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হবে সেখানেও যোগ দিতে ইচ্ছুক হওয়া সত্বেও আসতে পারছেন না চীনের শিল্পপতিরা। চীনের বিদেশ মন্ত্রক থেকে ইতিমধ্যেই ভারতীয় বিদেশ মন্ত্রক এর কাছে বারংবার অনুরোধ জানানো হয়েছে কলকাতা থেকে বা দেশের অন্য যেকোনো শহর থেকেই সরাসরি চীনের বিমান পুনরায় চালু করার জন্য।
শুধু তাই নয়, বাংলার দুর্গা পুজো নিয়ে চীন সরকার এবং চীনের বেশ কিছু প্রথম সারির শিল্প সংস্থা বিনিয়োগে আগ্রহী হলেও কূটনৈতিক বাধ্যবাধকতার কারণে তারা বাধা প্রাপ্ত হচ্ছেন বলেও জানিয়েছেন চীনের কনসাল জেনারেল। সেই কারণে কলকাতার দুর্গাপুজো গুলোকে নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করার পাশাপাশি সেরা দুই দুর্গা পুজোকে পুরস্কৃত করার পরিকল্পনা করার পরেও তা বাতিল করতে বাধ্য হয়েছে কলকাতায় চীনের কনসুলেট।