Last Updated on April 8, 2023 7:01 PM by Khabar365Din
৩৬৫দিন। ঐতিহাসিক যাত্রা! সুরঙ্গ তৈরি, আগামীকাল গঙ্গার তলা দিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রথম রেক চলবে। রবিবার এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চালানো হবে। কোনো মেকানিক্যাল ডিভাইস নয়, ইঞ্জিনের সাহায্যেই মেট্রো গঙ্গার তলা দিয়ে যাত্রা করবে। যদিও ইস্ট ওয়েস্ট মেট্রোর তরফে জানানো হয়েছে,এটা কোনো ট্রায়াল রান নয়, গঙ্গার তলা দিয়ে রবিবার প্রথম মেট্রোর রেক চলবে। বিশেষজ্ঞদের মতে, ট্রায়াল রান করার জন্য বিশেষ পরিকাঠামোর প্রয়োজন হয়। এখনই সেই পরিকাঠামো দিয়ে ট্রায়াল রান করা হচ্ছে না। ভবিষ্যতে ট্রায়াল রান করা হবে। এই প্রসঙ্গে ইস্ট ওয়েস্ট মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, রবিবার মেট্রোর ট্রায়াল রান করা হচ্ছে না। শুধুমাত্র রেক গঙ্গার তলা দিয়ে যাতায়াত করবে। খুব শীঘ্রই ট্রায়াল রান হবে। চলতি বছরে মুম্বাই থেকে আমেদাবাদ পর্যন্ত ভারতের প্রথম বুলেট ট্রেন যাত্রা শুরু করেছে। শুধু, প্রথম বুলেট ট্রেনই নয়, দেশে প্রথম আন্ডার ওয়াটার ট্রেনও।৫০৮ কিলোমিটারের যাত্রা পথের মোট ২১ কিলোমিটার পথ মাটির নীচ দিয়ে যাতায়াত করে মুম্বাই থেকে আমেদাবাদ বুলেট ট্রেন । তার মধ্যে ৭ কিলোমিটার পথ জলের তলা দিয়ে রয়েছে।প্রায় ১ লক্ষ ৮ হাজার কোটি টাকা খরচ হয় এই বুলেট ট্রেন প্রকল্প। এছাড়াও পৃথিবী জুড়ে আন্ডার ওয়াটার ট্রেন খুবই জনপ্রিয়।
চ্যানেল টানেল
মাতো আড়াই ঘন্টায় ইংল্যান্ড থেকে থেকে ফ্রান্সে পৌঁছে যাওয়া যায় এই আন্ডার ওয়াটার ট্রেন। শুধুমাত্র চ্যানেল টানেল ইংল্যান্ডের সঙ্গে ইউরোপের যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম। চ্যানেল টানেল এতটাই জনপ্রিয় যে পর্যটকরা ফ্লাইটের থেকে এই টেনে যাত্রা করতে বেশি পছন্দ করে। এই চ্যানেল টানেল বিশ্বের সবচেয়ে দীর্ঘতম আন্ডারওয়াটার ট্রেন। ইংলিশ চ্যানেলের উপর দিয়ে ফোস্টোন থেকে প্যারিস পর্যন্ত যাত্রা পথে ৫০ কিলোমিটার পথ জলের তলা দিয়ে যায়। ১৯৯৪ সালে এই আন্ডার ওয়াটার ট্রেন তার প্রথম যাত্রা শুরু করে।
দ্যা টেমস টানেল
দ্যা টেমস টানেল বিশ্বের সবচেয়ে পুরনো আন্ডার ওয়াটার ট্রেন। ১৪৪৩ সালে প্রথম এই ট্রেন জলের তলা দিয়ে যাত্রা করে। এই ট্রেনে চেপেই বর্তমানে লন্ডনের বিভিন্ন ঐতিহাসিক স্থানে পৌঁছে যাওয়া যায়। তাই পর্যটকদের কাছে এই ট্রেন খুবই জনপ্রিয়। মাত্র হাফ কিলোমিটার পথ জলের তলায় রয়েছে।
গোদার্ড বেস টানেল
গোদার্ড বেস টানেললের আন্ডার ওয়াটার ট্রেনে জুরিখ থেকে মিলান পর্যন্ত যায়। সমুদ্রের ২৩০০ মিটার তলা দিয়ে এই ট্রেন চলাচল করে। ৫৭ কিলোমিটার জলের তলার পথ পার করে মাত্র ৫৭ মিনিটে।
সেইকেন টানেল
জাপানের সবচেয়ে বিখ্যাত রেল টানেল হল সেইকেন টানেল। ১৯৮৮ সালে এই আন্ডারওয়াটার রেল টানেল তৈরি করা হয়। মোট ২৩ কিলোমিটার পথ জলের তলায় রয়েছে। ১৪০ মিটার জলের তলা দিয়ে এই ট্রেন যাতায়াত করতে। আমোরি থেকে হকুই আইসল্যান্ড পর্যন্ত এই সেইকেন টানেল রয়েছে। উল্লেখ্য, ২০১৮ সালে সংযুক্ত ইউএআই ইন্ডিয়া কনক্লেভে প্রস্তাব দেওয়া হয় দেশের সবচেয়ে দীর্ঘতম আন্ডার ওয়াটার ট্রেনের। যা
আরব আমির শাহী ( ইউ এআই ) থেকে মুম্বাই পর্যন্ত। মোট দু হাজার কিলোমিটার পথই পারি দেওয়া হবে জলের তলা দিয়ে। যদিও এখনো পর্যন্ত এই আন্ডারওয়াটার রেলপথের প্রস্তাব দেওয়া হয়েছে। সবটাই খাতায় কলমে রয়েছে।