মহুয়াকে বহিষ্কারের সুপারিশ এথিক্স কমিটির, এভাবে চুপ করানো যাবে না মহুয়ার পাল্টা

0

Last Updated on November 10, 2023 6:51 PM by Khabar365Din

৩৬৫ দিন । প্রত্যাশামতোই লোকসভা থেকে মহুয়া মৈত্রকে বহিষ্কার করার সুপারিশ গৃহীত হল এথিক্স কমিটির বৈঠকে। সূত্রের খবর, মহুয়ার সাংসদপদ খারিজ করার যে সুপারিশ করা হয়েছিল, সেটার বিপক্ষে ভোট দিয়েছেন চারজন। আর মহুয়াকে বহিষ্কারের পক্ষে ভোট দিয়েছেন ছ’জন সাংসদ। তাৎপূর্যপূর্ণভাবে যে ছ’জন মহুয়াকে বহিষ্কার করার পক্ষে মত দিয়েছেন, তাঁদের মধ্যে ৫ জন ভাজপার সঙ্গে আছেন কংগ্রেসের এক সাংসদও। তবে কৃষ্ণনগরের সাংসদ এদিন জানিয়েদিয়েছেন এর পরে লোকসভা ভোট আরও বেশি ব্যবধানে জিতে এসে তার এই হেনস্তার জবাব দেবেন । নিজের লগইন আইডি ও পাসওয়ার্ডও শেয়ার করেছেন বলে ভাজপার যাবতীয় অভিযোগ আগেই উড়িয়ে দিয়েছেন মহুয়া। আসন্ন শীতকালীন অধিবেশনে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে ওই সুপারিশপত্র জমা করা হবে। বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা এবং ভোটাভুটি হবে। তার পরই সিদ্ধান্ত হবে, মহুয়ার সাংসদপদ থাকবে কিনা। যদিও এমনটা হতে পারে বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া।

এদিন মহুয়া এই সিদ্ধান্তকে ক্যাঙ্গারু কোর্টের সিদ্ধান্ত বলেও কটাক্ষ করেন মহুয়া ।মহুয়ার পাশে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।তিনি জানিয়েছেন মহুয়া নিজেই তার এই লড়াই যথেষ্ট লড়তে পারবেন।যাবে এথিক্স কমিটি যেভাবে মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ করেছে সেটারও বিরোধিতা করেছেন অভিষেক।তিনি এদিন জানিয়েছেন সরকারের বিরুদ্ধে কেউ লড়লে বা সরকারকে আদানি ইস্যু নিয়ে প্রশ্ন করলে এভাবেই তাঁর সাংসদ পদ বাতিল করা হচ্ছে।তাঁর বক্তব্য এথিক্স কমিটির চেয়ারম্যান নিজেই রিপোর্টে লিখছেন, মহুয়ার বিরুদ্ধে আরও তদন্ত প্রয়োজন।তাহলে বিষয়টা যখন তদন্তসাপেক্ষ তখন আপনি সাংসদ পদ খারিজের সুপারিশ করলেন কী ভাবে বলেই জিজ্ঞাস্য অভিষেকের ।
মহুয়ার পশে দাঁড়িয়ে জেডিইউয়ের সাংসদ গিরিধারী যাদব দাবি করেছেন ওই রিপোর্ট নিয়ে কোনওরকম আলোচনা করা হয়নি।

তিনি বলেছেন, এথিক্স কমিটিতে নিয়মের লঙ্ঘন করা হয়েছে। আপনারা প্রশ্ন করেছেন। তারপর বিষয়টি নিয়ে কমিটির সদস্যদের সঙ্গে আলোচনার জন্য একটি বৈঠক হওয়া উচিত। কিন্তু ওদের কাছে সংখ্যাগরিষ্ঠতা আছে। তাই ভাজপা যা খুশি, তাই করে পারে। নীতি কমিটির মুখোমুখি হতে যাওয়ার আগে এক সাক্ষাৎকারে মহুয়া বলেছিলেন যে কোনও ভাবে বিজেপি আমার মুখ বন্ধ করতে চায়। এক পয়সা নিয়েছি প্রমাণ থাকলে, বিজেপি এথিক্স কমিটিতে ডাকত না। এফআইআর করে সরাসরি জেলে ঢুকিয়ে দিত। আসলে শীতকালীন অধিবেশনের জন্য আমরা প্রস্তুত। কী কী প্রশ্ন উঠবে, বুঝতে পেরেছে। তাতে ওদের মুখ বন্ধ হয়ে যাবে। সেখানে ওদের সদস্য সংখ্যা ৩০৩। তাই আমার সাংসদ পদ খারিজের প্রস্তাব পেশ হলে, সবাই সায় দেবে। তেমন হলে আর শীতকালীন অধিবেশনে অংশ নিতে পারব না আমি। তার জন্যই এত চেষ্টা।