“ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজে
প্রধানমন্ত্রী বাঙালি মহিলা
ভাজপা রেগে আগুন,
এ তাে মমতা

0

Last Updated on June 27, 2021 11:29 AM by Khabar365Din

সৌগত মন্ডল। ৩৬৫ দিন।

২ মে দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে টুইটার থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে হোয়াটসঅ্যাপ – সর্বত্র প্রবলভাবে ট্রেন্ডিং হ্যাশট্যাগ বেঙ্গলি প্রাইম মিনিস্টার। মমতাকে আগামী লোকসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রীর আসনে দেখতে চেয়ে ইতিমধ্যেই গত এক মাসের মধ্যে বর্তমান হ্যাশট্যাগ-এর দুনিয়ায় সমর্থন জানিয়েছেন প্রায় ২২ কোটির বেশি মানুষ। দেশের মানুষের এবং বিশেষ করে যুব সমাজের মধ্যে মমতাকে আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়ার এই প্রবল উন্মাদনার মধ্যে ভীষণ জনপ্রিয় পলিটিকাল লিডার ওয়েব সিরিজ ফ্যামিলি ম্যান সিজন-২ গতকাল মুক্তি পাওয়ার পরে দেখা গেল সেখানে দেশের প্রধানমন্ত্রী পদে শক্ত হাতে বহিরাগত শত্রুদের বিরুদ্ধে মোকাবিলা করছেন এক বাঙালি মহিলা প্রধানমন্ত্রী – ম্যাডাম পিএম বসু। অর্থাৎ যার নামের পদবীর শুরু হচ্ছে ইংরেজি বি দিয়ে। যা দেখে যুব সমাজের অনেকেই মনে করছেন ওয়েব সিরিজ ফ্যামিলি ম্যান এর নির্মাতারাও সাধারণ মানুষের আবেগকে গুরুত্ব দিয়ে বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে মমতার দৃঢ় চরিত্রৈ ছবি আঁকতে চেয়েছেন পর্দার বাঙালি মহিলা প্রধানমন্ত্রী চরিত্রে।

আর তারপরেই রীতিমতো ক্ষুব্দ দেশের বিভিন্ন প্রান্তের ভাজপা নেতা এবং কর্মীরা। অ্যামাজন প্রাইম এর বিরুদ্ধে তারা ইতিমধ্যেই বিভিন্ন আদালতে জনস্বার্থের মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন কেন ওয়েব সিরিজে এক বাঙালি মহিলা কে প্রধানমন্ত্রী হিসেবে দেখানো হয়েছে। যেখানে পাকিস্তানি আইএসআই গুপ্তচর এবং শ্রীলংকার এলটিটি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বিন্দুমাত্র দ্বিধা করেন না ভারতের বাঙালি প্রধানমন্ত্রী। থেকে যেভাবে করণা বা ইয়ার্স ঘূর্ণিঝড়ের মোকাবিলায় রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে নবান্নের কন্ট্রোল রুমে বসে যাবতীয় সমস্যার সমাধান ক্যাপ্টেন এর মতন সামলান মমতা, ঠিক সেভাবেই সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকদের নিয়ে জঙ্গিদের বিরুদ্ধে সিক্রেট অপারেশনের নেতৃত্ব দেওয়ার জন্য কন্ট্রোল রুমে বসেন ওয়েব সিরিজের বাঙালি মহিলা প্রধানমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here