Bande Bharat: মে মাসের মাঝামাঝি সময়ে উদ্বোধন হবে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের, প্রস্তুতি সারছে রেল মন্ত্রক

0

Last Updated on May 2, 2023 7:11 PM by Khabar365Din

৩৬৫ দিন। হাওড়া পুরী রুটে বাংলার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান সফল। তাই চলতি মাসেই যাত্রা শুরু করতে চলেছে হাওড়া- পুরী বন্দে ভারত এক্সপ্রেস। চেন্নাই থেকে আনা রেক নিয়ে গত শুক্রবার হাওড়া পুরী রুটে এই বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম ট্রায়াল রান হয়। তারপর রবিবার ও আজ মিলিয়ে আরো দু দফায় সফল ট্রায়াল রানের পরই রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মে মাসেই হাওড়া পুরী বন্দে ভারত পরিষেবা শুরু করা হবে। রেল সূত্রের খবর, উদ্বোধনের দিন চূড়ান্ত হবে দিল্লির রেল মন্ত্রকের গ্রীন সিগনাল আসার পরই। কারণ, উদ্বোধনে হাজির থাকার কথা রয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। হাওড়া থেকে পুরী যেতে বন্দে ভারত এক্সপ্রেসের সময় লাগবে প্রায় সাড়ে ৬ ঘণ্টা। এখনো পর্যন্ত ঠিক করা হয়েছে হাওড়া ও পুরীর মাঝে খড়্গপুর,বালাসোর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর এবং খুরদায় স্টপেজ দেবে বন্দে ভারত এক্সপ্রেস।

প্রতিটি স্টেশনেই দুই মিনিট করে স্টপেজ টাইম দেওয়া হবে। ৫০০ কিলোমিটার এই যাত্রাপথে ট্রেনটির গড় গতিবেগ ঘণ্টায় ৭৭ কিলোমিটার এবং সর্বোচ্চ ১৩০ কিলোমিটার থাকবে। আপাতত সপ্তাহে ৩ দিন সোম, বুধ ও শুক্রবার করে বন্দে ভারতের পরিষেবা চালু করার কথা ভাবা হয়েছে। হাওড়া -নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস এর মত হাওড়া – পুরী বন্দে ভারতও একদিনেই বাঙালির প্রিয় জগন্নাথ ধাম ঘুরে ফের কলকাতায় ফিরে আসা যাবে। সাধারনত বন্দে ভারতের সর্বোচ্চ গতিবেগ ওঠার কথা প্রতি ঘন্টায় ১৮০ কিলোমিটার। সম্প্রতি ভোপাল থেকে দিল্লি গামী একটি বন্দে ভারত এক্সপ্রেস প্রথমবার সেই স্পিড ছুঁয়েছে। যদিও বাংলায় অবশ্য বন্দে ভারতের সর্বোচ্চ গতি ছুতে পারেনি। এখানে ঘন্টায় ১০০ থেকে ১১০ কিমি গতিবেগে ছোটে এই সেমি হাইস্পি ট্রেন। হাওড়া থেকে পুরীর দূরত্ব ৫০০ কিলোমিটার।

এই দূরত্ব অন্যান্য এক্সপ্রেস ট্রেন যেখানে অতিক্রম করতে ৮ থেকে ৯ ঘণ্টা সময় নেয়, সেখানে বন্দে ভারতে সময় লাগবে মাত্র সাড়ে ৬ ঘণ্টা। ভ্রমণপিপাসু বাঙালি খুব কম সময় শ্রীক্ষেত্রে পৌঁছে যেতে পারবেন। উল্লেখ্য হাওড়া-রাঁচি, হাওড়া-বারাণসী এবং হাওড়া-পাটনা রুটেও সেমি হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস চালানোর কথা ভাবা হচ্ছে।যদিও কবে থেকে এই রুটগুলিতে বন্দে ভারত ছুটবে, সেই বিষয়টি স্পষ্ট না হলেও হাওড়া পাটনা রুটে আরো ট্রেন পরিষেবার প্রয়োজন রয়েছে বলে এই রুটে দ্রুত পরবর্তী বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে পারে বলেই জানা গিয়েছে।স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে দেশজুড়ে ৭৫ টি বন্দে ভারত এক্সপ্রেসের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী।

সেইমতো বিভিন্ন রাজ্যে এই সেমি হাই স্পিড ট্রেন চালু করছে রেল মন্ত্রক।সারা দেশজুড়ে এখনো পর্যন্ত ১৪ টি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলছে। বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন হল হাওড়া থেকে এনজিপি। যা গত বছর ডিসেম্বর মাসে যাত্রা শুরু করে। মাতৃ বিয়োগের কারণে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। হাজির ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ছাড়া সপ্তাহের ৬ দিন এই ট্রেন চলে। সকাল ৫টা ৫৫ মিনিট নাগাদ হাওড়া স্টেশন থেকে ট্রেনটি ছাড়ে এবং এনজেপি পৌঁছয় দুপুর পৌনে ২টো নাগাদ। আবার ঘণ্টা খানেক পর ৩টে নাগাদ এনজেপি স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ে এবং হাওড়া পৌঁছয় রাত সাড়ে ১০টা নাগাদ।