Last Updated on October 29, 2023 6:37 PM by Khabar365Din
৩৬৫ দিন।রহস্যজনক মৃত্যু ম্যাথিউ পেরির।বাথরুম থেকে উদ্ধার নিথর দেহ।তবে শেষ খবর পর্যন্ত সন্দেহজনক কোনও কিছুর খবর নেই।পেরি-র বাড়ি থেকে সাহায্যের জন্য যে ফোন আসে সেখানেও প্রাথমিকভাবে কার্ডিয়াক অ্যারেস্টের কথাই বলা হয়েছিল।জনপ্রিয় ‘ফ্রেন্ডস’ সিরিজের ম্যাথিউ পেরি চলে যাওয়ার খবরে শোকের ছায়া তাঁর অগুনতি ফ্যানদের।তাও মাত্র ৫৪ বছর বয়সে।শনিবার তাঁর লস অ্যাঞ্জেলেসের অ্যাপার্টমেন্ট থেকে অভিনেতাতকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। একাধিক সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছে, পেরিকে পাওয়া যায় তাঁর বাড়ির জাকুজিতে। কিন্তু কোনও ড্রাগস পাওয়া যায়নি।
মার্কিন টিভি চ্যানেল থেকে জানা গিয়েছে,পেরির বাড়ি থেকে পুলিশকে ডেকে পাঠানো হয় পঞ্চাশোর্ধ এক ব্যক্তির মৃত্যুর খবর দিয়ে। যদিও সেই সময় মৃত ব্যক্তির পরিচয় নিয়ে কিছু নিশ্চিত করা হয়নি।ম্যাথিউ পেরি ১৯৬৯ সালের ১৯ আগস্ট ম্যাসাচুসেটসের উইলিয়ামস টাউনে জন্মগ্রহণ করেন। তিনি কানাডার অটোয়াতে বেড়ে ওঠেন এবং সেখানে থাকাকালীন তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে প্রাইমারি স্কুলে পড়াশোনাও করেন। তার মা সুজান মরিসন ছিলেন একজন সাংবাদিক এবং জাস্টিনের বাবা প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর প্রেস সেক্রেটারি।এদিকে,টিভিতে ছোটখাটো রোলে কাজ করার ডাকও পেতে থাকেন। ১৯৮৭ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ‘বয়েজ উইল বি বয়েজ’-এ চ্যাজ রাসেল হিসেবে কাজ তাঁকে এনে দেয় কাঙ্খিত সাফল্য। আর তারপর আসে ‘ফ্রেন্ডস’-এ কাজ করার সুযোগ। মাঝে ‘গ্রোয়িং পেইনস’ এবং ‘সিডনি’-এর মতো সিরিজগুলিতেও তাঁকে দেখা গিয়েছিল।